আপনার কী একটি রুটেড অ্যান্ড্রয়েড ফোন আছে? আপনি মাজিস্ক ব্যবহার করছেন? তাহলে আপনার জন্যই এই টিউন! হয়তো অনেকেই মনে করতে পারবেন কিছুদিন আগ পর্যন্তও মাজিস্ক রিপোতে বাংলা ফন্ট পাওয়া যাচ্ছিলো। কিন্তু মাজিস্কের পলিসিতে পরিবর্তন আসার কারণে এখন আর নতুন কোনো ফন্ট অ্যাপ্রুভ করা হচ্ছে না। তাই @NaeemBolchhi একটি ডেডিকেটেড রিপো তৈরি করেছে যেখানে বাংলা ফন্ট মডিউল পাওয়া যাবে। ডাউনলোড লিঙ্ক এই টিউনের নিচে পাবেন।
এটি একটি অ্যাপ যা নিজেই একটি মডিউল আকারে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটি ইন্সটল করতে হলে আপনাকে মাজিস্কের মাধ্যমে জিপ ফাইল ফ্ল্যাশ করতে হবে। তারপর আপনি "Font Freak" নামে একটি অ্যাপ পাবেন, যেটার মধ্যে আছে অসংখ্য বাংলা ফন্ট মডিউল (এই মুহূর্তে ১০টি, ১৯ মে ২০১৯; এই সংখ্যা আরও বাড়বে)। যেকোনো ধরনের সমস্যার ক্ষেত্রে মডিউল আনইন্সটল করলেই হবে। কোনো রিস্ক নেই!
এখানে পাওয়া মডিউলটি ইন্সটল করুন। "Font Freak" নামের যেই অ্যাপটি পাবেন, সেখানে সকল বাংলা মডিউল থাকবে।
বেশি কিছুই না। আপনার দরকার:
মাজিস্ক একই কাজের জন্য একাধিক মডিউল ব্যবহার করা নিয়ে ঝামেলা করে। তাই আপনি বাংলা ফন্টের জন্য একসাথে ২ বা তার বেশি মডিউল এক্টিভ রাখলে আপনার ফোন বুট করবে না। খেয়াল রাখবেন, ফন্ট বদলানোর পূর্বে অন্য কোনো বাংলা ফন্ট মডিউল ইন্সটল থাকলে সেটা আগে ডিলিট করে নিতে হবে। "Font Freak" মডিউলের পাশাপাশি ফন্ট মডিউল ব্যবহার করলে কোনো সমস্যা হবে না।
যদি ভুলে একাধিক ফন্ট মডিউল এক্টিভ করে ফেলেন, তাহলে মাজিস্ক ম্যানেজার ফর রিকভারি ব্যবহার করতে ফোন ঠিক করতে পারবেন। এটা কীভাবে কাজ করে তা ইউটিউবে সহজেই পাবেন।
এই প্রজেক্টের ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন। সেখানে সকল আপডেট পাবেন, ডেভেলপমেন্টের পাশে থাকতে পারবেন, এবং নিজের আইডিয়াও শেয়ার করতে পারবেন।
আমি বীভৎস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু বলার নাই।