এবার পরিচয় গোপন রেখে ইমেইল পাঠান যে কাউকে সবাইকে চমকে দিন


★★আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি ☺

★★ হ্যাকিং বিদ্যার ধারাবাহিক পর্বের আজ ৪ র্থ পর্ব। এর আগে আমি তিনটি পর্ব টিউন করেছি। সে টিউন গুলো ছিলো ফেসবুক হ্যাকিং সম্পর্কে। ফেসবুক হ্যাকিং নিয়ে আরো কিছু টিউন করবো। আপনারাও কোন বিষয়ে হ্যাকিং সম্পর্কে জানতে চান টিউমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যদি জানি অবশ্যই শেয়ার করবো

★★ আজকের টিউন হচ্ছে কিভাবে আপনি এনোনিমাস ইমেইল পাঠাবেন। এনোনিমাস মানে হচ্ছে নিজের পরিচয় গোপন রাখা যে কাজগুলো হ্যাকার রা করে থাকে। এখন আপনিও নিজের পরিচয় গোপন রেখে যে কাউকে ইমেইল পাঠাতে পারবেন। তো চলুন আজকের টিউন শুরু করি 👇👇👇

ধাপসমূহ

★★১★★ প্রথমে একটি এপ ইন্সটল করতে হবে
★★ App Size 👉 368 kB
★★ Download Link 👉 ক্লিক করুন
👇
👇
★★২★★ এপ টি ওপেন করুন এবং ওকে প্রেস করুন। এইরকম পেজ আসবে। আপনার জিমেইল দিয়ে সাইন ইন করুন। চিন্তা করবেন না যাকে মেইল পাঠাবেন সে এই জিমেইল টা দেখবেনা 😇😇

👇
👇
★★৩★★ এখন এমন একটি পেজ আসবে 😏
👇

👇
★★ ১ বক্সে 👉 আপনার ইচ্ছামতো ফেইক একটা মেইল দিন
★★ ২য় বক্সে 👉 যে ইমেইলে আপনি মেইল পাঠাবেন
★★ ৩য় বক্সে 👉 ১ম বক্সের ইমেইল আবার দিন
★★ ৪র্থ বক্সে 👉 ইমেইল এর শিরোনাম
★★ ৫ম বক্সে 👉 আপনার ইমেইল টি লিখুন
👇
👇
★★৪★★ আপনাদের জন্য একটি এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। সবশেষে এবার Submit এ ক্লিক করে দিন

👇
👇
★★৫★★ দেখুন ইমেইল চলে এসেছে। আমার কোন ইমেইল ও এখানে নেই। আর আরেকটি কথা হচ্ছে এই মেইল টা স্প্যামবক্সে আসেনা। সরাসরি অন্য ইমেইল এর মতই ইনবক্সে আসে

👇
👇

টিউনি সবপ্রথম  আমাদের সাইটে লিখেছেন তার অনুরধে আমি টিউন টি  তে পাবলিশ করলাম।

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!
আবারও ধন্যবাদ সবাই কে…

আমার টিউন এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন। আমাদের সাইটের লিংক
TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি টিউন করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়। আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
★★আল্লাহ হাফেজ★★

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস