সবাইকে রমজানুল মোবারক।
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন।
আজকে আমি আপনাদের সাথে এমন একটি এপ এর সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনার ফ্রিতে আজীবন যেকোনো দেশের যেকোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন।
আজকে আমি যে এপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো সেটা সম্পর্কে আমরা সবাই কমবেশি পরিচিত।
এপটার নাম হচ্ছে Textnow.
আপনারা জানেন যে এটা দিয়ে ফ্রিতে আনলিমিটেড নাম্বার নেয়া যায় এবং ফ্রিতেই USA এবং কানাডার যেকোনো নাম্বারে ফ্রিতে কথা বলা যায় এবং চ্যাটিং করা যায়।
কিন্তু আজ আমি আপনাদের এটার গোপন একটি কাজ দেখাবো যার মাধ্যমে আপনারা এটা দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো দেশে ফ্রিতে কথা বলতে পারবেন।
তাহলে আর কথা বাড়াতে চাচ্ছি না।
চলুন মূল কাজে চলে যাই।
প্রথমেই আমরা Textnow এর মোড ভার্সন ডাউনলোড করবো।
Download Textnow
কিভাবে Textnow থেকে ফ্রিতে নাম্বার নিতে হয় সেটা তো আমরা সবাই জানি।
যারা যানেন না তারা এই টিউন টিদেখে আসুন।
এবার Textnow থেকে একটা একাউন্ট তৈরি করে একটা ফ্রি নাম্বার নিয়ে নিন।
নাম্বার নেয়া হয়ে গেলে একদম উপরের ডান পাশে দেয়া (≡) এ ক্লিক করুন।
নাম্বারের ওপর ক্লিক করে নাম্বার টা কপি করে ফেলুন।
এবার নিচের পেন্সিল আইকনে ক্লিক করুন।
আপনার কপিকৃত নাম্বারটি এখানে পেস্ট করে দিন।
নিচে আপনার ইচ্চামতো কোনো মেসেজ দিয়ে দিন। এবং পাসের Send বাটনে প্রেস করে সেন্ড করে দিন।
এবার দেখুন একটা নোটিফিকেশন চলে এসেছে। আপনি যে মেসেজ দিয়েছিলেন সেটা এখানে চলে এসেছে।
দ্রুত সেখানের Call লেখাতে ক্লিক করে ফেলুন। নয়তো ফ্রিতে কল করতে পারবেন না।
এবার একটা কল আপনার Textnow অ্যাপ এ চলে আসবে।
কলটা কেটে দিতে পারেন। চাইলে রিসিভ ও করতে পারেন কোনো সমস্যা নেই।
এবার স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করুন।
স্ক্রিনশট এ দেখানো যায়গায় অর্থাৎ আপনার USA & CANADA লেখাতে ক্লিক করুন।
এবার আপনি যে দেশে ফ্রিতে কল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।
যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম।
এবার আপনি যেই নাম্বারে ফ্রিতে কল করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিন।
আমি আমার নিজেরই অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি।
এখন ৫সেকেন্ড থেকে ১/২ মিনিট ওয়েট করুন। নাম্বার গোপন থেকেই কল চলে যাবে।
প্রুভ হিসাবে দেখে নিন….
আপনি শুধু একটি একাউন্ট দিয়ে একবার ই একটা নাম্বার এ ফ্রিতে কল করতে পারবেন। অন্য নাম্বারে ফ্রিতে কল করতে গেলে আপনাকে অবশ্যই একাউন্ট লগাউট করে আবার নতুন করে নতুন একাউন্ট করে নিতে হবে। আর নতুন একাউন্ট তৈরি করা এতো কঠিন নয়….।
টিউনি সবপ্রথম Jahid আমাদের সাইটে লিখেছেন তার অনুরধে আমি টিউন টি ট্রিকবিডি তে পাবলিশ করলাম।
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!
আবারও ধন্যবাদ সবাই কে…
আমাদের সাইটে ১ টি টিউন করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়। আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
#ধন্যবাদ।
তাহলে আজ এ পর্যন্ত ই। আগামী কোনো দিন ভালো কোনো টিউন আপনাদের সামনে উপহার দিতে চলে আসবো ইনশাআল্লাহ
আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।