কিভাবে অ্যান্ড্রয়েড Marshmallow 60 এবং Marshmallow 601 ডিভাইস রুট করবেন কম্পিউটার ছাড়াই!

আজকে আমি আপনাদের জানাবো কিভাবে অ্যান্ড্রয়েড Marshmallow 6.0 এবং Marshmallow 6.0.1 ডিভাইস রুট করতে হয়। অনেকেই আমাদের বলছেন যে Kingroot দিয়ে নাকি Marshmallow 6.0 এবং Marshmallow 6.0.1 ডিভাইসগুলো রুট করা যায় না। যদিও তা সবক্ষেত্রে সত্য না। যাদের এই সমস্যাটি হচ্ছে তাদের জন্যই আজকে এই আর্টিকেল। নিচে আমরা কিছু App সম্পর্কে জানবো এবং App-গুলো দিয়ে কিভাবে আপনার Marshmallow 6.0 এবং Marshmallow 6.0.1 ডিভাইস রুট করবেন সেই নিয়মও জানবো। নিচে Root Marshmallow Android এর Step গুলো দেয়া হলো। How to root Marshmallow Android :-

1.KingoRoot apk

এই App টি আপনার অ্যান্ড্রয়েড ফোন রুট করার জন্য সবচেয়ে বেস্ট App এবং এই App টির সফলতার নিশ্চয়তাও প্রায় শতভাগ। এই App টি আপনার ফোনে ইউজ করার জন্য পারফেক্ট এবং সেফ।

লিংক : Download Kingoroot APK
নিয়ম : ১.উপরের লিংকে ক্লিক করে App টি ডাউনলোড করে নিন। ২.App টি ইনস্টল করুন। ৩.এখন App টি ওপেন করুন। ৪.এখন One Click Root লেখার  উপর ক্লিক করুন। ক্লিক করলেই রুট হওয়ার প্রসেস শুরু হবে।

 

  ৬.যতক্ষণ না 100%  কমপ্লিট হচ্ছে ততক্ষন App টি ওভাবেই ওপেন রেখে দিন। মোট ৩ থেকে ৪ মিনিট লাগতে পারে।
৭.তারপর দেখবেন নিচের ছবির মতোRoot Succeeded লেখা আসবে। আর যদি Root Failed লেখা আসে তাহলে আবার প্রথম থেকে রুট করা আরম্ভ করতে হবে।

বিঃদ্রঃ অবশ্যই Mobile Data বা Wifi অন রাখবেন নতুবা রুট হবে না।

2.Universal Android Root

এই App টি অনেকের কাছেই এর পারফরম্যান্সের জন্য খুব পপুলার। এই App  টি  প্রায় সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোন রুট করা যায় কোনোরকম উটকো ঝামেলা ছাড়াই। এটা দিয়ে রুট করা খুবই সহজ এবং এটা যথেষ্ট সেফ।

লিংক : Download Universal Android Root
 
নিয়ম : ১.উপরের লিংকে ক্লিক করে App টি ডাউনলোড করে নিন।
২.App টি ইনস্টল করুন।
৩.এখন App টি ওপেন করুন।
৪.এখন Root 🙂 লেখার  উপর ক্লিক করুন। ক্লিক করলেই রুট হওয়ার প্রসেস শুরু হবে।

Universal Androot apk Download

বিঃদ্রঃ রুট করার আগে অবশ্যই দেখে নেবেন আপনি সঠিক অ্যান্ড্রয়েড ভার্সন সিলেক্ট করেছেন কিনা। সঠিক ভার্সন সিলেক্ট না করলে ফোন রুট হতে সমস্যা হবে বা হতে পারে। রুট চলাকালীন সময়ে অবশ্যই Mobile Data বা Wifi অন রাখবেন। নাহলে রুট হবেনা।

এই App টি দিয়ে রুট না হলে পরের App টি ট্রাই করে দেখুন।

3.iRoot

এই App টি আপনার অ্যান্ড্রয়েড ফোন রুট করার জন্য একটি পারফেক্ট App. App টি দিয়ে রুট করা যেমন সোজা তেমন রুট পারফরম্যান্সও খুব ভালো। App টিতে আপনি অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন মডেল অনুযায়ী খুব সহজে ও তাড়াতাড়ি আপডেট পাবেন।

লিংক : Download iRoot

নিয়ম : ১. প্রথমেই উপরের লিংক থেকে App টি ডাউনলোড করে নিন।
২.ডাউনলোড করার  App টি  আপনার ফোনে ইনস্টল করুন।
৩.ইনস্টল করার পর App টি ওপেন করুন।
৪.ওপেন করার পর I Agreeবাটনটি ক্লিক করুন।
৫.এখন জাস্ট Rootবাটনে ক্লিক করুন আর রুট commplete হওয়ার জন্য অপেক্ষা করুন।
৬.কিছুক্ষন আপনার ফোন  রুট হয়ে যাবে।

iRoot apk Download

বিঃদ্রঃ অবশ্যই Mobile Data বা Wifi অন রাখবেন নতুবা রুট হবে না।

  4.Baidu Root

Baidu Root App টি অ্যান্ড্রয়েড ফোন এবং পিসি উভয় ডিভাইসকেই রুট করার জন্য বিশেষভাবে খ্যাত। App টি প্রায় সব ধরনের ডিভাইস রুট করতে পারে (ওদের মতে Baidu Root এখন ৬০০০ এরও বেশি ডিভাইস রুট করতে সক্ষম)

লিংক : Download Baidu Root

নিয়ম : ১.উপরের লিংক থেকে  App টি ডাউনলোড করুন।
২.তারপর App টি ইনস্টল করুন।
৩.তারপর  App টি ওপেন করুন।
৪.তারপর Root বাটনে ক্লিক করুন এবং যতক্ষননা ১০০%  হচ্ছে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন।
৫.তারপর আপনার ফোনটি বন্ধ করে চালু করুন বা Restart করুন।
৬.আপনার ফোন ওপেন পর যদি আপনার Menu বা App list এ গিয়ে App টি  দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার ডিভাইসটি রুট হয়ে গেছে।

Download Baidu Root apk

বিঃদ্রঃ অবশ্যই Mobile Data বা Wifi অন রাখবেন নতুবা রুট হবে না।

এই App গুলো ট্রাই করলে দেখবেন যেকোনো একটি App দিয়ে আপনার ফোনটি রুট হয়ে গেছে। যদি এরপরও রুট না হয় তাহলে আমাদেরকে comment করে জানান। আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। এটাই হলো How to root Marshmallow Android এর স্টেপস।  আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.! আবারও ধন্যবাদ সবাই কে…

আমার টিউন এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন। আমাদের সাইটের লিংক TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি টিউন করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস