যুদ্ধ নিয়ে পাঁচটি ছোট আকারের গেইমস

আমরা অনেক বড় বড় গেইমস খেলি, ভালো গ্রাফিক্স থাকে সেগুলোতে। কিন্তু ছোট গেইমস কম গ্রাফিক্স এর মধ্যেও ভালো লাগার মতো অনেক গেইমস আছে। আজকে আপনাদের সাথে এমন পাঁচটি গেমসের কথা বলবো। তার আগে বলে নেওয়া জরুরি যে অনেকেই গেমসগুলো খেলেছেন তারা জানাবেন গেইমসগুলো কেমন লেগেছিলো আর অনেকে গেইমসের ধরন না বোঝে আমাকে গালি দিবেন না (কারণ অনেকের পছন্দ অনেক রকম)।

গেইমসের ডেভলপার: iGindis Games (https://play.google.com/store/apps/dev?id=8306713433237834214)

 

গেইমসগুলো:

1. Middle East Empire 2027

(https://play.google.com/store/apps/details?id=com.igindis.meegame.middleeastempire) Size - 44 MB

2. Latin America Empire 2027

(https://play.google.com/store/apps/details?id=com.igindis.latinamericaempire2027)

Size - 38 MB

3. Asia Empire 2027

(https://play.google.com/store/apps/details?id=com.igindis.asiaempire2027)

Size - 41 MB

4. Europe Empire 2027

(https://play.google.com/store/apps/details?id=com.igindis.europeempire2027)

Size - 41 MB

5. Africa Empire 2027 (https://play.google.com/store/apps/details?id=com.igindis.africaempire2027)

Size- 48 MB

 

গেমসগুলো সবগুলো প্রায় একই রকম শুধু প্রত্যেকটা আলাদা আলদা অংশের দেশ আর অল্প কিছু পার্থক্য। খেলার উদ্দেশ্য হলো একটা দেশকে আপনি নেতৃত্ব দিয়ে শক্তিশালী করবেন। আর সেই দেশ থেকে আপনি পাশের দেশগুলোর সাথে যুদ্ধ করে সেই দেশ দখল করবেন। আবার বহির বিশ্বের সাথেও আপনার ভালো সম্পর্ক রাখতে হবে। বাস্তবের মতই শান্তি চুক্তি, সেনা মহড়া ইত্যাদি দেওয়ার উপায় রয়েছে। তাছাড়া আপনার অস্ত্র কারখানা, গোয়েন্দা, ক্ষেপনাস্ত্র ইত্যাদি থাকবে। গেইমটা সম্পূর্ণ 2D আর ট্রান এর মাধ্যমে এক মাস করে আগাবে। সময় শুরু হবে 2027 সাল থেকে কারণ মনে করা হয় তারপর সারা বিশ্বে ব্যাপক পরিমাণ যুদ্ধ শুরু হতে পারে। সবশেষে এইটাই বলবো যারা খেলননি তারা খেলেও দেখতে পারেন।

 

সবাইকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। কারো কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন এবং খেলার পর কেমন লাগছে জানাতে ভুলবেন না।

 

বি. দ্র. ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।

Level 0

আমি আশরাফুল হাসান ভূঁইয়া। Moderator, Bissoy Answers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজকে একজন দক্ষ নাগরিক এবং একজন কম্পিউটার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলছি। আর সব অজানা রহস্য উন্মোচনের চেষ্টাই প্রতিনিয়ত গবেষণা করছি। আর জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন তার সকল কিছুর জন্যই সবসময় প্রস্তুত রয়েছি। তবে সবচেয়ে বেশি ভালোবাসি আইটি নিয়ে গবেষণা করতে। আর সেই জন্যই টেকটিউনসে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস