[updated] MX Player এর মত ইউটিউবেও ডানে বামে উপরে নিচে সিঙ্গেল ডবল লং প্রেস/ড্র’র মাধ্যমে ফুল কন্ট্রোল করুন

হ্যালো টেকটিউনস বন্ধুরা আশা করি ভাল আছেন: টাইটেল পড়ে হয়তো অনেকে ভাবছেন এইগুলো আবার কোত্থেকে কারণ ইউটিউব অ্যাপের সব সেটিং-ফেটিং আমার মুখস্ত, কই কোথাও তো পেলাম না এগুলা? হ্যাঁ আপনি সত্যিই ধরতে পেরেছেন ইউটিউব অ্যাপে এগুলো নেই শুধু একটা ছাড়া।

তো তার জন্য আপনার ছোট একটা অ্যাপের সাহায্য নিতে হবে নামটা হচ্ছে "Touch Control for Youtube"  প্লে স্টোরের লিঙ্কটা এখনই দিচ্ছি না একটু ধৈর্য ধরেন, 3 টা অ্যাপের পুরা প্যাকেজ লিংকটাই আপনাকে দিচ্ছি।

এই নেন ডাউনলোড করে প্রথমে নরমাল অ্যাপ টা ইন্সটল করুন তারপরে কীটা কারণ কীটা ছাড়া প্রিমিয়াম হবে না আর প্রিমিয়াম ছাড়া শুধুমাত্র দুই একটা অপশন এর সুবিধা পাবেন। প্রিমিয়াম টা ডলার দিয়ে কিনতে হত বাট আমি আপনাকে ফ্রী দিলাম, (দুওয়ায়ায়ায়া খরিয়েন) তো আজকের মত এখানেই।

★ধন্যবাদ ভালো থাকবেন★

টিউটোরিয়াল শেষ? কই কিছুই তো দেখালেন না? এইসব টিউটোরিয়াল টেকটিউনসে চলে নাকি? আরে না ভাই একটু মজা করলাম! অ্যাপ ডাউনলোড করা থেকে শুরু করে একেবারে ইউটিউবে গিয়ে ভিডিও চালিয়ে টেস্ট করা পর্যন্ত সবই দেখিয়েছি এখন শুধু আপনার দেখার পালা।

অ্যাপ ডাউনলোড কাল-পরশু যাই করেন বাট এসে দেখে যান আমি কি মজা করে ইউটিউব চালাই, আর আপনাকে মজার ভাগ দিতেই রাত তিনটায় টিউন করতে বসলাম। অনেক বকবকিয়েছি আর না, নিচে ক্লিক করে আগে দেখুন তারপরে কাজ শুরু করুন।

আর হ্যাঁ ভালো লাগলে নতুন চ্যানেলের ছোট পরিবারে সদস্য হওয়ার দাবি থাকলো কারণ আমি আপনি = আমরা মিলেই একদিন এই পরিবারকে অনেক বড় করব ইনশাআল্লাহ।

★ধন্যবাদ ভালো থাকবেন★

এখানে ক্লিক করুন

Level 0

আমি নাফিজ নৌশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দুঃখিত বন্ধুরা ভুল ভিডিও লিংক দেওয়ার জন্য