হ্যালো টেকটিউনবাসী আশা করি ভালো আছেন আজকের চমৎকার একটি টিউনে আপনাকে স্বাগতম।
বন্ধু কেমন হয় যখন ওয়াইফাই অন-অফ, ব্যাটারি ফুল-লো, ইনকামিং কল, আউটগোয়িং কল, জিমেইল, মেসেজে আপনার নির্ধারিত ওয়ার্ড পেলেই, অথবা আরও এ ধরনের একটিভিটি হলেই ছবি উঠে নগদ আপনার কাছে চলে যাবে, শুধু ছবি না, এছাড়াও আপনি বিভিন্ন ধরনের একশন অটো ঘটাতে পারবেন, তাও আবার চোরের মত চুপচাপ।
হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরতে পেরেছেন আজকে এ ধরনের একটা এপ্লিকেশনই শেয়ার করবো আপনাদের সাথে, কারণ অ্যাপটার নামই "Automateit" আপনি শুধু একবার সেটিং মেরে বসে থাকবেন আর সব কিছু অটো হয়ে যাবে।
আর হ্যাঁ শুধু বকবক করে শেষ করে দেইনি অ্যাপ ডাউনলোড, সেটিং করা, মিস কল দেওয়া, ছবি ওঠা, সেই ছবি আবার মোবাইল বা কম্পিউটারে দেখা সবকিছুই দেখিয়েছি, কারণ কথাই নয় আমি কাজে বিশ্বাসী, তাই আমার দরবারে প্রমাণ ছাড়া কোন টিউটোরিয়াল নাই।
অ্যাপটা আজ ইউজ করতে পারেন বা কাল, বাট আমি বলব আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকলে এক নজর দেখে নিন।
আর হ্যাঁ বরাবরের মতো আজও ভিডিও টিউটোরিয়াল দিলাম কারনটা তো বুঝেনই, লিখা এবং ভিডিওর মধ্যে পার্থক্য কি,
ভালো লাগলে টেকটিউনস এবং ইউটিউব পরিবারে সাথে থাকার দাবি রইলো।
★ধন্যবাদ ভালো থাকবেন★
আমি নাফিজ নৌশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।