অজান্তে আপনার ফোনে কে কোন অ্যাপ ব্যবহার করছে জেনে নিন ১টি কোডের সাহায্যেDon’t miss

সুপ্রিয় ভিজিটর কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।

আজ আমি আপনাদের জন্য দারুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি।  যে তথ্যটির সাহায্যে আপনি আপনার অজান্তে আপনার ফোনে কে কোন অ্যাপ ব্যবহার করছে এবং কখন করছে টাইমসহ জেনে নিন ১টি কোডের সাহায্যে, Recent পেইজ ডিলেট করলেও দেখতে পারবেন, , ,
অনেকেই আপনার অজান্তে আপনার ফোনটি নিয়ে বিভিন্ন অ্যাপসে প্রবেশ করে, কিন্তু পরবর্তীতে সে আপনার রিছেন্ট পেইজ ডিলেট করে দেয়, যাতে আপনি না বুঝতে পারেন, , তাই আজ আপনি এই টিউনের সাহায্যে টাইমসহ সব কিছু দেখতে পারবেন, , ।

যাইহোক বেশি কথা বলে টিউনি বড় করবো না। তাহলে চলুন শুরু করা যাক।
বি:দ্র: এই তথ্যটি যারা জানেন না, তথ্যটি শুধুমাত্র তাদের জন্য।

প্রথমে এই সিস্টেমটা চালু করার জন্য আপনাকে ছোট্ট একটি কোড ব্যবহার করতে হবে, , ,

প্রথমে আপনি আপনার ডায়েল প্যাডে গিয়ে ডায়েল করুন

*#*#4636#*#*

তারপর নিচের স্কিনশর্টের মত Usage statistics এ যান

তারপর দেখুন আপনার ফোনে কে কি অ্যাপ ব্যবহার করছে এবং কখন করছে সব কিছু টাইমসহ দেখিয়ে দিচ্ছে।

নিচে প্রুফ দেখুন,

ব্যাস কাজ শেষ।

এরপরও আপনারা যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যয় টিউমেন্টে জানাবেন ৷
অাজ এই পর্যন্ত ৷অাশা করি অাপনাদের পোস্টটি ভাল লাগছে ৷
তাহলে সবাই ভাল থাকুন এবং  এর সাথেই থাকুন ৷ ধন্যবাদ সবাইকে ৷

ভালো লাগলে টিপসনাও২৪ ‍আমার সাইট থেকে ঘুরে আসুন

সৌজন্যঃ TipsNow24.Com

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্য সেটিংস আসে ভাই, ফেক জিনিস কেনো দেন??