পাওয়ার বাটন জাহান্নামে যাক! আজ থেকে ভলিউম বাটনই 100 পাওয়ার বাটন

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস বাসি সবাইকে শুক্রবারের সালাম। অনেকদিন পর অ্যান্ড্রয়েড এর জন্য অসাধারন একটা টিপস নিয়ে আসলাম।

আমি নিচে একটা ভিডিও অ্যাড করেছি তাতে প্রথম ডেমু হিসাবে দেখিয়েছি কিভাবে ভলিউম বাটন পাওয়ার বাটন হিসেবে কাজ করতেছে। ভলিউম বাটনে প্রেস করে স্ক্রীন অন করার জন্য প্রথমেই আপনাকে যে অ্যাপ টা ইন্সটল করতে হবে তা হচ্ছে এই

https://play.google.com/store/apps/details?id=com.teliapp.powervolume

সিম্পলি ডাউনলোড ইনস্টল তারপর ওপেন করুন, তারপর প্রথম চেক বক্সে চেকটা দিয়ে দিন তাহলে আপনার ফোন রিবুট বা বন্ধের পর চালু হওয়ার সাথে সাথেই অ্যাপটা রান হয়ে যাবে, আর নোটিফিকেশন এ ক্লিক করে স্কিন অফ করতে চাইলে দ্বিতীয়ত  চেকটা করে দিন, সাথে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এক্টিভ করে নিবেন, সবার শেষে উপরে এনাবল এ ক্লিক করে কাজটা শেষ করে দিন, ব্যাস আপনার জন্য এখন ভলিউম বাটন রেডি স্ক্রীন অন করার জন্য।

তারপর ভলিউম বাটনে প্রেস করে পাওয়ার মেনু অথবা স্কিন অফ করার জন্য দ্বিতীয় অ্যাপ ডাউনলোড ইনস্টল ওপেন করুন,

https://drive.google.com/file/d/0B67lT5bakVLHMEEybWN0SHRPeDA/view

তারপর হার্ড কি অপশন এ এসে প্রথমে এনাবল এবং অ্যাকসেস দিয়ে দিন, তারপর সিম্পল উপরের বা নিচের ভলিউম বাটন এ সিংগেল অথবা লং প্রেস করে আপনি কি করতে চান সেটা দিয়ে দিন আমার মত আপনারও যদি টিউটোরিয়াল পড়ে পড়ে বুঝতে একটু কষ্ট হয় তাহলে নিচে ভিডিও টা দিয়ে দিলাম এ টু জেড লাইভ ভিডিও দেখে এখনই কাজটা করে নিন।

আর টিপস টা যদি ভালো লাগে তাহলে  টেকটিউনস এবং ইউটিউবে সাথে থাকার আবেদন রইল। ♥ধন্যবাদ ভালো থাকবেন♥

Level 0

আমি নাফিজ নৌশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পোস্ট এন্ড্রোইড এপপ্স খুব উপকারী পোস্ট। অনেক গুরুত্ব পূর্ণ পোস্ট। আপনার পরবর্তী এমন গুরুত্তপুর্ন পোস্ট এর অপেক্কায় আছি। ধন্যবাদ রাফাত ভাই

বিজ্ঞাপন দিতে পারেন সহজে ও ফ্রি তে Bikroy Ads