কী ভা‌বে অ্যান্ড্রয়েড ফোন Google Account /Frp Lock বাইপাস কর‌বেন সহ‌জে ক‌ম্পিউটার ছাড়া

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

আচ্ছালামুয়ালাইকুম, আপনারা কেমন আ‌ছেন? আশা ক‌রি  সবাই ভাল আ‌ছেন। ‌টেক‌টিউ‌নের  পরিবা‌রের সবাই কে আমার আন্ত‌রিক শু‌বেচ্ছা জা‌নি‌য়ে শুরু কর‌ছি আমার আজকের টিউন। আজ‌কে আ‌মি আপনাদের‌কে দেখাব কি ভা‌বে samsung মোবাই‌লের frp বা Google Account Unlock কর‌তে হয়। খুব সহজে কম সম‌য়ের ম‌ধ্যে আমা‌দের মোবাই‌লের সমস্যা সমাধান কর‌তে পা‌রি।  এর জন্য আমা‌দেরকে নিছের ধাপ সমুহ ম‌নো‌জোগ সহকা‌রে শেষ কর‌তে হ‌বে।

১.ধাপ:  প্রথ‌মে মোবাই‌লে Wifi কা‌নেক্ট কর‌তে হ‌বে।

২.ধাপ:  এর পর Next Step এ  আমা‌দের কে Gmail একাউন্ট দেওয়ার জন্য ডি‌প্লে‌তে দেখা‌বে।

৩.ধাপ:  Google Account জানা থাক‌লে সাব‌মিট ক‌রে দি‌বেন আর য‌দি জানা না থা‌কে তাহ‌লে বেক দি‌য়ে ভাষা সে‌টিং এর অপশ‌নে চ‌লে আস‌বে।

৪.ধাপ:  মোবাই‌লের Home Key তিন বার এক সা‌থে চাপ দি‌লে টক‌বেগ অপশন On হ‌য়ে যা‌বে এবং ডি‌প্লে‌তে L এর মত ক‌রে টান দি‌লে সে‌টিং এর অপশন দেখা যা‌বে।

৫.ধাপ : এখান থে‌কে আপনা‌কে Help & Feedback অপশ‌নে যাই‌তে হ‌বে এবং ইউ‌টিউ‌বের ভি‌ড়িও অ‌পেন ক‌রে শেয়ার অপশ‌নে গি‌য়ে Google chromeঅ‌পেন কর‌তে হ‌বে।

৬.ধাপ :  ব্রাউজা‌রে গি‌য়ে Apex Lancer  ডাওন‌লোড ক‌রে ইনষ্টল ক‌রে অ‌পেন ক‌রে নি‌বেন।

৭.ধাপ: সে‌টিং এ গি‌য়ে সব সে‌টিং ঠিক  ক‌রে নি‌তে হ‌বে এবং পাইল গু‌লি download ক‌রে মে‌মোরী কার্ড নিয়ে ইনষ্টল কর‌তে হ‌বে।

৮.ধাপ: সে‌টিং এ গি‌য়ে Google একাউন্ট সেট ক‌রে দি‌তে হ‌বে।

৯.ধাপ: সর্ব শে‌ষে ফোন‌টি অফ ক‌রে অন কর‌লে আর গুগল একাউন্ট এক‌টিব হ‌য়ে যা‌বে, এভা‌বে আমরা সকল Samsung মোবাই‌লের স্যামসাং একাউন্ট রি‌মোভ করতে পা‌রি।

পুরো পদ্ধতি লিখে বোঝানো সম্ভব নয়। তাই ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার পর যদি মনে হয় কাজ করবে না, তবে আমার টিউনে রিপোর্ট মারতে পারেন। আমার কোনো আপত্তি নেই। তবে না দেখে কেউ টিউমেন্ট করবেন না!

এই  খা‌নে  পাইল গু‌লির লিং দেওয়া আ‌ছে  ১. Download  ২. Download

এটা আমার প্রথম টিউন কোন ভুল থাক‌লে সুন্দর দৃ‌ষ্টি‌তে ক্ষমা ক‌রে দি‌বেন, আ‌মি চেষ্টা ক‌রে‌ছি আপনা‌দের সহজ ও সুন্দর ক‌রে বুঝা‌নোর জন্য এবং টেক‌নোল‌জির আসল ব্যবহার ও দিকটা সম্প‌র্কে জানা‌তে। আবার ও আসবো নতুন ভি‌ডিও নি‌য়ে, ‌ সেই  পর্যন্ত  "ভাল রাখ‌বেন ভাল থাক‌বেন" ভি‌ডিও‌টি ভাল লাগ‌লে অবশ্যই টিউমেন্ট ক‌রে বলুন আপনার কোন ধর‌নের ভি‌ডিও চা‌চ্ছেন, আর প্রব‌লেম হ‌লে আ‌মিতো টেক‌টিইনে আ‌ছি

Level 0

আমি নূর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস