ফোন হ‍্যাং?নিয়ে নিন সবচেয়ে কার্যকরী সমাধান

বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের গতি। বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত অ্যান্ড্রয়েড ডিভাইস। বাজারে বিভিন্ন ব্রান্ডের অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। এগুলো আবার বিভিন্ন রকম হয়ে থাকে। যাইহোক আজকে আলোচনা করবো কমদামী ও কম র‍্যামের অ্যান্ড্রয়েড ফোনগুলোর সবচেয়ে বিরক্তিকর সমস্যা কম গতি বা কম কার্যক্ষমতা নিয়ে। যারা লো কনফিগারেশনের ফোন ব‍্যাবহার করেন বা যাদের র‍্যাম ৫১২ বা তার নিচে এবং সিপিউ, প্রসেসর কম তারাই জানেন এই সমস্যা কতটা বিরক্তিকর। এরজন‍্য ফোন বারবার হ‍্যাং করে। আজ আপনাদের জন্য থাকছে এ থেকে মুক্তি কয়েকটি কিলার ট্রিকস। চলুন দেখে নেয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের গতি স্বাভাবিক রাখবেন:
প্রথমেই নিচের কাজটি করে ফেলুন।
১} মোবাইলের সেটিংস এ যান
২} সবার নিচে About Device অপশন এর উপরে Developer অপশন পাবেন (যদি Developer অপশন না পান তাহলে About Device অপশন এ যান। সেখানে একটা অপশন পাবেন Builder Number নামে। সেই Builder Number অপশন এ পরপর ৭ বার ক্লিক করুন, Devoloper অপশন চালু হয়ে যাবে। back বাটন ক্লিক করুন, দেখবেন About Device অপশন এর উপরে Developer অপশন এসে গেছে)
৩} Devoloper অপশন এ যান
৪} দেখবেন Windows Animation Scale
Transition Animation Scale
Animator Duration Scale
নামে ৩ টা অপশন আছে একটু মাঝামাঝি স্থানে, এই ৩ চা অপশন এ ক্লিক করবেন, প্রতিটাতে ক্লিক করলে দেখবেন কয়েকটা নাম্বারের অপশন আসবে, সবগুলাতে 0.5 সিলেক্ট করবেন, ব্যস কাজ শেষ
উপরের কাজটির পাশাপাশি আরো কিছু কাজ করুন।

ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

১)ফোনের সিস্টেম আপডেট চেক করুন এবং সবসময় সিস্টেম আপ টু ডেট রাখুন।

২)অপ্রয়োজনীয় ও কম ব‍্যাবহার হওয়া সকল অ্যাপ রিমুভ করে দিন।

৩)ফোনের ক‍্যাশ ফাইল সবসময় ক্লিন রাখুন। এরজন‍্য আপনি (Assistant For Android) অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি মাত্র ১এমবি এবং এর ফিচার ও অনেক।

৪)ফোনের সকল অ্যাপ নিয়মিত আপডেট করুন।

৫)যেসব অ্যাপ বেশি জায়গা নেয় সেসব অ্যাপ ইনষ্টল করা থেকে বিরত থাকুন।

Source- https://thelighten.com

Level 0

আমি ইনতিশার মাহমুদ তুর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস