এই টিউনে আমি দেখাবো, অ্যান্ড্রয়েড মোবাইলে স্ক্রীন লক কিভাবে সেটআপ করবেন। শুধু কিছু পদক্ষেপ অনুসরণ করুন। চলুন শুরু করি.
১. setting এ যান
২. Security তে ক্লিক করুন
৩. Screen lock এ ক্লিক করুন
৪. তারপর আপনি স্ক্রিন লকের তালিকা দেখতে পাবেন। প্যাটার্ন লক যেহেতু অ্যান্ড্রয়েডে বিখ্যাত তাই আমি প্যাটার্ন লক করে দেখাবে।
৫. একটি প্যাটার্ন লক তৈরি করুন এবং continue তে ক্লিক করুন
6. আবার প্যাটার্ন লকটি দিন এবং confirm এ ক্লিক করুন
7. তারপর done এ ক্লিক করুন
ভিডিও দেখার জন্য এই লিংকে ক্লিক করুন
আপনারা চাইলে আমার সাইটটিতে ভ্রমণ করে আসতে পারেন: https://mobiletechtunes.blogspot.com/
আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ভ্রমণ করে আসতে পারেন: https://www.youtube.com/c/THEdewanrakib1
আমি মোঃ রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।