সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, নিশ্চই সবাই বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষে বিপুল আনন্দ ও বেদনার মধ্যে আছেন, বিশ্বকাপ এসেছে আনন্দ করার জন্য, আশাকরি আমরা সবাই প্রিয় দলের ব্যর্থতার হতাশায় না থেকে পুরো বিশ্বকাপ ২০১৮ উপভোগ করি।
আমার ব্যক্তিগত কাছের অনেকেই বলে আমি সময়ের কাজ সময়ে করিনা :D, কথাটা সত্য এই টিউন থেকেই বুঝতে পারছেন 😛 তাতে কি যাদের জন্য এত পরিশ্রম করলাম তাদের সাথেই যদি এই এপটি শেয়ার না করি তাহলে কেমন হয়!
এবার টিউনের বিষয়বস্তুতে চলে যাই, এই টিউনটিতে আমার তৈরী করা একটি অ্যান্ড্রয়েড এপ শেয়ার করবো এবং কি কি কন্টেন্ট আছ সেটা আপনাদের বলবো। যদিও এই টিউনটা অন্তত ১৫ দিন আগে হলেও করা উচিত ছিল। কিন্তু সময় ও ব্যস্ততার জন্য টিউন করা হয় নাই। কিন্তু সৃজনশীল কিছু তৈরী করলে টেকটিউনসের সাথে শেয়ার না করে তৃপ্ত হই না।
যাই হোক আমার এপে কি কি আছে একনজরে দেখে নিনঃ আমার এপটি প্লে-স্টোরে পেতে "kheloyad" অথবা "world cup bangla" লিখে সার্চ করলে এই টিউনের ফিচার ইমেজের মত একটি এপ প্রথম কয়েকটির মধ্যেই খুঁজে পাবেন।
এপটির লিংক এখানে ক্লিক করে গুগুল প্লে থেকে ইন্সটল করুন
১। লাইভ স্কোর,
২। পয়েট টেবিল,
৩। গ্রুপ ভিত্তিক দল পরিচিত,
৪। খেলার সময় সূচী,
৫। বাংলাদেশ সময় ও ইন্ডিয়ার সময়,
৬। জার্সির ২ ধরনের ডিজাইন,
৭। জার্সির নম্বর, খেলোয়াডদের বয়স, মোট ম্যাচ, মোট গোল,
৮। ফেবারিট দল সমূহের খেলোয়াডের ছবি,
৯। কোর্চের নাম ও পতাকা,
আশা করি আপনাদের মতামত পাব্,
ইতোমধ্যে আমি আমার চ্যানেল, অটোক্যাড দিয়ে নকশা কালিক করার ভিড়িও আপলোড করতে যাচ্ছি. আপনাদের আপনাদের উপকার হবে মনে হলে 7 minutes bangla লিখে সার্চ করূন।
নিচে কিছু স্ক্রীনশর্ট দিলাম আমার এপটি ভালো লাগলে অবশই একটা ফাইভ স্টার দিবেন. ধন্যবাদ সবাইকে.
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।