এবার Android ফোনের Screen Share করুন অফলাইনে

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম,

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Android এর জন্য Screen Share করার দারুণ সফটওয়্যার।

এটি দ্বারা আপনি অন্য মোবাইল কন্ট্রোল ও করতে পারবেন যদি আপনি Super User হন।

কিন্ত Screen Share এর জন্য ★★Root★★ প্রয়োজন নেই। Unroot ফোন এ হবে।

চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।

প্রথমে Play Store থেকে Remodroid সফটওয়্যার টি ডাউনলোড করে ওপেন করুন।

যেই মোবাইল এর Screen Share করতে চান সেই মোবাইল এর Hotspot চালু করুন এবং যেই মোবাইল এ দেখতে চান সে মোবাইল এর Wi-Fi চালু করুন।

Remodroid Software টা অপেনন করে Allow Remote Control এ আলতো চাপ দিন। ব্যাস কাজ শেষ.

থামেন এখনও হয়নি আপনি শুধু Screen Share করবেন তো কিভাবে দেখবেন।

আপনি যেই মোবাইল এ ওই মোবাইল এর Screen Record দেখতে চান সেই মোবাইল এর Wi-Fi চালু করুন। এবং যেই মোবাইল এর Hotspot চালু করেছিলেন অর্থাৎ যেই মোবাইল এর Screen দেখতে চান সেই মোবাইল এর সাথে Connect করুন।

এবার আমি বাম পাশের অর্থাৎ ১ নং মোবাইল এ যা করব তা ডান পাশের অর্থাৎ ২ নং মোবাইল এ দেখতে পাব।

কোনো সমস্যা হলে

fb.com/waliur.rahman.29

Level 0

আমি অলিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস