হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।
আজ অনেক দিন পর লিখতে বসলাম। বেশ অগোছালো হতে পারে। তবে সমস্যা নেই এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করব।
আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সমসময় এটা কাছে রাখতেই হয়। বেশি হার্ডকোর যারা তারাতো টয়লেটের সাথেও ফোন টিপাটিপি করে। তা যাই হোক আমার টপিক এ নিয়ে নয়। ফোন কেনা নিয়ে। অনেকেই দ্বিধা দন্দে পরে যান। অবশ্য এটা স্বাভাবিক। তাদের দ্বিধা দন্দকে একটু সহজ করতেই টিউন করলাম।
মোবাইল কেনার সময় আমরা প্রথমেই ভুল করি ক্যাটাগরি সিলেকশন এ। আপনি কি রকম ইউজার? নরমাল, হার্ডকোর, গেমার, ইত্যাদি। এই ভুলের কারণেই হয়ত ভাল ব্রান্ডের সেট বা দামি ফোন কিনেও চাহিদা মত ইউজ করতে পারছেন না। তাই আগে নিজের ক্যাটাগরি সিলেক্ট করে নিন। তারপর নেক্সট স্টেপে যান।
এটা আরেকটা বড় সমস্যা। আপনি হয়ত সিলেক্ট করে ফেলেছেন আপনি কি রকম ইউজার। এবার আপনি দ্বিধাবোধ করবেন ব্র্যান্ড নিয়ে। হয়ত ভাবছেন খুব ভাল ব্রান্ডের ফোন নিতে। তবে একটা কথা ভাল ব্র্যান্ড হলেই যে আপনার চাহিদা পূরণ হবে তা কিন্তু নয়। হয়ত ব্র্যান্ড দেখতে গিয়ে বেশি দামে লো কনফিগারেশন এর সেট কিনে আরেকটা সমস্যাতে পড়বেন। যেখানে ওই দামে অন্য কোম্পানির ভালো কনফিগারেশন এর ফোন পেতে পারতেন। তাই বাজেট এর উপর ভিত্তি করে ব্রান্ড সিলেকশন করুন।
হ্যা, এটাও কম দ্বিধায় ফেলে না। দেখবেন ভাল ব্র্যান্ডের সেট যে দামে বিক্রি হয়, সেই কনফিগারেশন এ অন্য ব্রান্ড খুব কম দামে দেয়। কেন? ভাই হার্ডওয়্যার এর মডেল এক হইলেও এর গ্রেড ভিন্ন হতেই পারে। উদাহরণ হিসেবে আমি ক্যামেরাই ধরি। নকিয়া N70 এর ক্যামেরা এখনো অনেক চাইনিজ সস্তা বেশি মেগাপিক্সেল এর ক্যামেরার সাথে টক্কর দিতে প্রস্তুত। ছবির মান শুধু মেগাপিক্সেল এর উপরেই নির্ভর করে না। তেমনি চিপসেট স্নাপ ড্রাগন হলে হাইফাই আর বাকিরা জিরো এটাও না। ব্যাটারির ক্ষেত্রেও হতে পারে একই ঘটনা। ফোনের র্যাম, অ্যান্ড্রয়েড ভার্সন এসব নিয়ে নাই বা বললাম। আপনি নরমাল ইউজার, এক্ষেত্রে আপনি অক্টাকোর প্রসেসর নিয়ে কি করবেন? তারচেয়ে আপনার ক্যাটাগরিতে যে ফোন পরে সেটা নিয়ে বাকি টাকা অন্য কাজে ব্যয় করতেই পারেন।
এটা সম্পূর্ণ আপনার উপর। এ বিষয়ে বেশি কিছু না বলাই ভাল হবে। তবে খেয়াল রাখবেন 4000 টাকা দিয়ে কপি ফোন কিনতে যাবেন না। অন্তত সেটা দিয়ে চাইনিজ ভালো ব্রান্ড বা দেশীয় কিছু ব্রান্ডের ফোন কিনতেই পারেন।
বুঝতে পারছি, টিউন পড়ে সব গোলমাল হয়ে গেল মনে হয়। সংক্ষেপে বলি, নিজে জানুন কি রকম ইউজার, বাজেট দেখুন কি রকম, কি রকম কনফিগারেশন এর ফোন আপনার জন্য। ব্যস সব কিছু মিলিয়ে একটা মনের মত ফোন পেয়েই যাবেন। কম দামে কম কনফিগারেশন এর ফোন পাবেন কিন্তু তাই বলে সস্তার তিন অবস্থা এর মত ফোন কিনবেন না। এরজন্য বিভিন্ন টেক গ্রুপে টিউন দিয়ে অনেকের পরামর্শ নিতে পারেন। এতে আপনার সম্মান বিক্রি হবে না। কিন্তু হয়ত এর পরিবর্তে আপনার চাহিদা মত ফোন পেতে পারবেন। তাছাড়া এখন ইউটিউব এর যুগ, ফোন কেনার আগে সেটার ভিডিও রিভিউ সার্চ দিন। দেখুন আছে কি না। দেখে নিন সমস্যা গুলো কি কি। মানিয়ে নিতে পারবেন কি না। বা ফিচার গুলো আপনার চাহিদা মেটা সক্ষম কি না।
আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, এখনো সব কাজ কমপ্লিট করিনি। সবাইকে ইনভাইট করলাম সাবস্ক্রাইব করতে।
চ্যানেল লিংক নতুন রুট/আনরুট টিপস ট্রিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
কোন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
সবাই ভাল থাকুন, সুস্হ থাকুন, আর টেকনলজির সাথেই থাকুন।
ধন্যবাদ।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।