লক করে ফেলুন আপনার ফোনটি আপনার ভয়েস কমান্ড দিয়ে no root

সুপ্রিয় ট্রিকবিডি বাসী কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে  নিয়ে আসলাম চমতকার একটি ট্রিক, যার মাধ্যমে আপনি আপনার ভয়েস কমান্ড ব্যবহার করে আপনার ফোনটি লক করে দিতে পারবেন খুব সহজেই।

ধরুন আপনি একটি সিকরেট বা গুরুত্বপূর্ন  ভিডিও  দেখছেন এমন সময় আপনার বন্ধ আপনার থেকে ফোনটা ছিনিয়ে নিল, কিন্ত আপনি আপনার ভিডিওটি তাকে দেখাতে ইচ্ছুক নন। আপনি শুধু বলবেন ok google lock my phone /hey google lock my phone সাথে সাথে ফোনটা লক হয়ে যাবে।

আমরা এই ট্রিকটি google assistant কে ব্যবহার করে অ্যাপলাই করব। শুধু google assistant দিয়ে এটি হবেনা। আমাদের দরকার ৩০০ কেবি এর ছোট্ট একটি অ্যাপ। অ্যাপটির নাম screen off and lock। প্লে স্টোর এ খুব সহজেই পেয়ে যাবেন এটি।

অ্যাপটি ওপেন করে অ্যাকটিভ করে ‍দিন। এরপর  google assistant ওপেন করুন এবং নিচের স্ক্রিনশট ফলো করুন

উপরের মত সেটিংস করে সেভ করে বেরিয়ে আসুন, কাজ  শেষ। এবার থেকে আপনার ফোন যে অবস্থাই থাকুক না কেন আপনি শুধু  ok /hey google lock my phone বল্লেই ফোন লক হয়ে যাবে। কোনকিছু বুঝতে সমস্যা হলে নিচে টিউমেন্ট করুন অথবা ইউটিউব ভিডিও টি দেখুন

Level 1

আমি পলাশ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস