সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আরেকটি টিউন নিয়ে হাজির হলাম সবার সামনে। আশা করি ভালো লাগবে টিউনটি শুরু করছি কথা না বাড়িয়ে।
গান গাইতে চায় সবাই। সবারই অনেক পছন্দের গান আছে। এখন যদি একটি অ্যাপস দিয়ে আপনি ডুয়েট গান গাইতে পারেন তাহলে কেমন হয় মজার না বিষয় টি। প্লে-স্টোরে একটি অ্যাপস আছে নাম হচ্ছে sing! by Smule। এই অ্যাপস দিয়ে অনেক গান গাইতে পারবেন। আপনি প্লে-স্টোর থেকে এই অ্যাপস টি ডাউনলোড করে সেট করে নিবেন। যদি না পারেন লিংক আছে ভিডিওর সম্পূর্ণ ভিডিও দেখে নিবেন। ভিডিও তে দেখানো হয়েছে Smule অ্যাপস ডাউনলোড করে কিভাবে গান গাওয়া যায়।
ভিডিও দেখুনঃ https://youtu.be/xsLPdgg6Ogc
আমি অপু রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।