আপনার ফোনটি রুটেড হতে হবে
যা যা লাগবে:
নিচের জিপ ফাইল টি twrp দিয়ে ইন্সটল দিন। ফোন রিস্টার্ট দিন। একটি নতুন এপ দেখতে পাবেন। এবার নিচের দেওয়া লিংক থেকে অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল দিন। নতুন অ্যাপ টি আপডেট হবে। তারপর এপ এ ঢুকুন। সেটিং এ যান। BSG MOD এ যান। potrait mode on all modes এনেবল করুন। এবার অ্যাপ টি ক্লোজ করুন এবং রিসেন্ট অ্যাপ থেকে রিমুভ করুন। আবার অ্যাপ টি তে ঢুকুন। potrait mode সিলেক্ট করুন আর ব্লার করে dslr এর মত ছবি তুলুন। করতে কোনো সমস্যা হলে টিউমেন্টে জানাবেন।
এটি আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি জাকারিয়া চৌধুরী দিপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।