আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদে মাঝে নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করি
অামরা সবাই Android ফোন ব্যবহার করি। অামাদের অনেক বিষয় অাছে যা অামরা জানি না। অাজকে অামি Google এর একটা বিষয় নিয়ে অালোচনা করব। সেটি হল Ok Google. Ok Google মানে হলো অাপনার মোবাইল এ যে Google এপ টি অাছে সেটি দ্বারা অাপনি Ok Google বললেই Google অাপনার কথার রিপ্লে দিবে হাত দিয়ে কোন টার্স করা ছাড়াই অাপনার প্রয়োজনীয় কাজ করিয়ে নিতে পারবে Google এর দ্বারা। তো কথা না বারিয়ে শুরু করি। প্রথমে Play Store থেকে অাপনার Google এপটি অাপডেট করে নিন। যাদের অাপডেট করা অাছে তাদের কিছু করতে হবে না। এরপর Setting → Google → Voice → Voice Match→Say “Ok Google” any time. কারু কারু মোবাইল এ অন্যভাবে থাকতে পারে। তারা একটু খোঁজাখুঁজি করুন পেয়ে যাবে। অামার মোবাইল এ এভাবে অাছে তাই এভাবেই দেখাইলাম।
[ এখন Functions টি On করার পর সরাসরি হোম পেজে অাসুন। এবার Mobile Data On করে বলুন Ok Google. তারপর একটি পেজ অটেমেটিক অন হয়ে যাবে। সেখানে অাপনাকে ৩-৪ বার Ok Google বলতে বলবে, অাপনি বলে Done করে দিবেন। কাজ শেষ। এবার সব রিসেন্ট পেজ কেটে দিয়ে বলুন Ok Google. তারপর অাপনি বুঝে যাবেন। প্রমান, অাপনার যদি Youtube এপ টি লেটেস্ট ভার্সন থাকে তাহলে, বলুন উদাহরন :- play canna maraya maraya song দেখবেন কোন টার্স করা ছাড়াই গানটি বাজতেছে। এভাবে অারও নানা সুবিধা অাছে। কোন সমস্যা হলে জানাবেন।
টিউন ভালো লাগলে আমার সাইটে TipsBD24.Net ভিজিট করুন….☺☺
আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।