Hlw Viewers, আমি ফাহিম, আজকে আপনাদের মাজে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালতে আমি দেখাব কিভাবে আপনার সেটটি খুব সহজে রুট করবেন। আমার কাছে প্রায়ই অনেকে মেসেজ দেয় এবং অনেকে আমার গ্রুপ এ টিউন করে ভাই আামর সেট কিভাবে রুট করবো? আমার সেট রুট হচ্ছে না :(। ভাই অনেক রুট try করলাম রুট করতে পারছি না Etc। তো তাই আমি ভাবলাম সবার জন্য একটা টিউটোরিয়াল বানিয়ে পেলি যাতে করে সবাই সহজে রুট করতে পারে। আমি আজকে আপনাদের ৪ পদ্দতি টা দেখাব। যেগুলোর মধ্যে যেকোন একটা method এর মাধ্যমে রুট হবে Inshaallah।
চলুন শুরু করি।
প্রথম পদ্দতি :Google and Youtube Search
Google মামাকে এবং YouTube কে চিনে না এমন এমন মানুষ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। প্রথম কাজ হলো আপনার মোবাইল মডেল লিখে Google/youtube এ Search দেওয়া। যদি আপনার মোবাইল নাম :Xiaomi Redmi 4x হয়। তাহলে Google/YouTube Search দিন How to Root xiaomi redmi 4x।
ভাগ্য ভালো হলে Root করার পদ্দতি পেয়ে যেতে পারেন।
২য় পদ্দতি :Android App দিয়েঃ
আপনার যদি Android 4.2 jelly been -5.0 lollipop Version এর মোবাইল হয় তাহলে এই method আপনার জন্য। এর উপরের Version এই Method কাজ করে না। মাজে মাজে 6.0 Version ও কাজ করে।
★Kingroot apk
★Fremaroot
★kingoroot
★iroot
★Vroot
★Root Master
★Root Genus
এই Apps গুলো দিয়ে try করতে পারেন। আরো অনেক apps আছে, যেগুলোর নাম আমার এখন মনে নাই।
৩য় পদ্দতি : Pc Software দিয়ে
এই পদ্ধতিতে রুট করতে পিসি লাগবে। কিছু Pc Software এর নাম বলতেছি এগুলো দিয়ে আশাকরি হয়ে যাব Kingo Root, Dr-fone root, Srs Root, Root Genus, iroot Etc. এগুলো দিয়ে কিভাবে Root করতে এভাবে Google /YouTube Search দিন, How to root Android Device Using kingoroot with pc এভাবে search দিলে আশাকরি পদ্ধতিটা পেয়ে যাবেন।
৪র্থ পদ্দতি : Custom recovery
এই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড এর সকল ভার্সন নাকি রুট করা যায়। এই পদ্ধতিতে পিসি লাগে। পিসি লাগলেও আমি সকলকে এই পদ্ধতি Follow করতে বলবো। আমি নিজেও এই পদ্দতিতে রুট করেছি। এর জন্য আপনার মোবাইল এর Custom Recovery দরকার হবে।
Google এ এই ভাবে Search দিন :Custom Recovery For (You're Device Name) ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবেন। এখন এই Custom recovery টি পিসি মাধ্যমে ফ্লাস দিতে হবে। Custom Recovery পেয়ে গেল Adb Software দিয়ে Flash করে নিন অথবা Google এ Search দিন How to install Custom recovery by Pc আশাকরি পদ্ধতি পেয়ে যাবেন। এরপর আপনার মোবাইল এর Custom Recovery তে গিয়ে Supersu.zip Flash দিয়ে দিলে রুট হয়ে যাবে।
উপরের চারটা Method এর মধ্যে আশাকরি যেকোন একটা দিয়ে রুট হয়ে যাবে। আশাকরি এই টিউটোরিয়াল মাধ্যমে আপনি একটু হলেও উপকৃত হয়ে চেন। যনি উপকৃত হয়ে থাকেন লাইক, টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোন প্রশ্ন থাকলে আমাকে Alan Fahim inbox করতে পারেন অথবা আমার গ্রুপ (Android Root User) এ টিউন করতে পারেন। ধন্যবাদ
বুঝতে অসুবিধা হলে বিডিও দেখে নিনঃVideo Here
আরো ভাল ভাল বিডিও পেতে আমাদের Channel Subscrive করুনঃAndroid Root User
আমি iT FaHim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।