[Mega post]Disk Digger pro- ভুলবশত ডিলেট হয়ে যাওয়া প্রত্যেক টি ফাইল আপনি ফিরে পাবেন সংগ্রহ করে রাখুন অনেক ফিচার এড করা হয়েছেlast update 21Jan 2018

আশাকরি আল্লাহর রহমতে ভাল আছেন।

এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড মোবাইল দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন।
এইটা একটি পেইড Android Apps. কিন্তু আজ আমি আপনাদের এই Apps টি ফ্রিতে দিলাম যাতে আপনারা সবাই উপকৃত হন এবং দাম দয়ে কিনতে না হয়। (last update 21-1-18)

App Name :Disk digger pro

size:1.2mb

Download link:এখানে ক্লিক করুন

N.B link এ গিয়ে Download Now পরের পেজ এ আবার Download Now এ ক্লিক করবেন।

প্রয়োজন আর অপ্রয়োজনের বেড়াজালেই মানুষের জীবন আবদ্ধ। আজ যেটি প্রয়োজনীয় কাল সেটা অপ্রয়োজন হতেই পারে একিভাবে বিপরীত ভাবেও হতে পারে। সে যাহোক। এভাবেই যখন ভুলবশত কোন ফাইল ডিলেট হয়ে যাওয়ার পরে সেটির প্রয়োজন দেখা দেয় তখন আফসোসের আর শেষ থাকেনা। কিন্তু আপনি যদি রুট ইউজার হোন তাহলে এই আফসোস না করলেও চলবে। কারণ আপনার জন্য রয়েছে এই সমস্যার ই উত্তম সমাধান।
Disk Digger Pro প্রায় দেড় থেকে দুই বছর জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও ফাইল রিকোভারির সেরা অ্যাপ Disk digger তার বেটা ভার্সনে ছিলো।

কিন্তু নিকট অতীতে এটি পূর্ণাঙ্গ ভার্সনে প্রকাশ পায়। আর এর কাজ নিয়ে কারো রি সন্দেহ নেই কারণ ফাইল রিকোভারির জন্য প্রথম পছন্দই এই অ্যাপ। এর মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের অডিও, ভিডিও, পিকচার, এপিকে ফাইল রিকোভার করতে পারবেন! ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। ভাল থাকবেন। আজকের মত এখানেই বিদায়।

Level 0

আমি নিরব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস