প্রোফেশনাল ভিডিও এডিটিং ডাউনলোড ফ্রি প্রিমিয়াম অ্যাপ

সত্যি বলতে কম্পিউটারের জন্য ভালো মানের ভিডিও এডিটিং বলা যায় Corel Video Studio আমি কয়েকমাস যাবৎ উক্ত সফ্টওয়ারটি ব্যবহার করেছি, মোটামুটি ভালই, ডিফল্ট থেকে অনেক এক্সট্রা ফিচার রয়েছে ৷

এরপর যখন অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করা শুরু করলাম, তখনও খুঁজলাম কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও এডিটিং করা যায় ৷ এক পর্যায়ে পেলাম Viva Video Editor নামে একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ, মোটামুটি ভালই, তবে যখন কোন ভিডিও এডিট করি, অটোমেটিক তাদের ব্রান্ডের নাম জেনারেল করে দেয় ৷ যারা সব কাজ প্রোফেশনাল মানের করতে চায়, তারা এসব পছন্দ করে না, আমারও ঘৃণা হয় ৷

KAB-BD FORUM  বিনামূল্যে রেজিস্টেশন

পর্যায়ক্রমে Viva Video Edition Pro / HD Video Editor পেলাম, এবং কাজ শুরু করলাম, এরপর খুঁজতে গিয়ে আরো পেলাম Videoshow
যারা কম্পিউটারে কোরিল দিয়ে ভিডিও এডিটিং করেন, তারা আমার সাথে একমত হবেন, Videoshow Pro
এবং Corel Video Studio দুটো'র মধ্য কোন পার্থক্য নেই ৷

বরঞ্চ অ্যান্ড্রয়েডের Videoshow অ্যাপটিতে আরো বেশি ফিচার রয়েছে, বেশি থিম/টাইটেল/অ্যানিমেশন/ইফেক্ট/জিপ/স্টিকার/স্টাইল/কম্প্রেস/কনভার্টার/রেজুলেশন/রিভার্স/কাটার-ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আরো অনেক কিছু… আমি দীর্ঘ দু'ই বছরের কাছাকাছি সময় পর্যন্ত এই অ্যাপগুলো ব্যবহার করি ৷

আমি অনায়াসে বলতে পারি, একটি প্রোফেশনাল মানের ইউটিউব চ্যানেল চালাতে এই দুটি অ্যাপই যথেষ্ট, এরজন্য কম্পিউটারের দারস্থ হতে হবে না ৷ সহজেই বোঝা যায় এই দু'টি এতোটাই শক্তিশালী যে এগুলোর গাইডলাইনের জন্য আলাদা বই তৈরি করা যাবে ৷

আমি আরেকটি অ্যাপের সন্ধান দিচ্ছি, সেই অ্যাপটিতে এমন একটি ফিচার আছে, যা এই দুটি অ্যাপে নেই ৷ যারা ইউটিউবের জন্য ভিডিও রেকর্ডিং করেন, অনেক সময় তাদের সাউন্ড খুব আস্তে হয়, এটা অনেক সমস্যার কাজ ৷ আমিও পরেছি এ সমস্যায়, তারপর খুঁজতে খুঁজতে একটি অ্যাপের সন্ধান পেলাম Android Video Studio Pro নামে, এটি ভারতের একজন ডেভেলপার তৈরি করেছে, নাম মনে নেই ৷ এই অ্যাপের মাধ্যমে যে-কোন ভিডিওর সাউন্ড 400 পর্যন্ত করা যাবে ৷
অর্থাত ডবল সাউন্ড, সত্যি এটি আমাকে সাহায্য করেছে ৷

যা হোক সবগুলো অ্যাপের ফ্রি ভার্সনের পাশাপাশি প্রিমিয়াম ভার্সন রয়েছে, এবং এগুলোর ফ্রি ভার্সনগুলো Play Store এ পাওয়া যাবে ৷

KAB-BD FORUM বিনামূল্যে রেজিস্টেশন

আমি সন্ধান দিচ্ছি গুগলে  সার্চ করুন Download Blackmart Apk নামে একটি অ্যাপ পাবেন সেটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং ওপেন করে
Videoshow Pro
Viva Video Pro
Video Studio Pro

প্রিয় পাঠক সতর্ক থাকবেন, গুগলে সার্চ করলে পেরিয়াম ভার্সন নাও পেতে পারেন, কারণ আমি পাইনি, বলেছিলো পেরিয়াম ডাউনলোড করে দেখি ফ্রি ভার্সন, তাই যে অ্যাপের সন্ধান দিলাম (Blackmart) সেটি আমি দীর্ঘদিন ব্যবহার করছি, খুব বিশ্বস্ত ৷

বলে রাখা ভালো বর্তমানে (Blackmart Alpha) এর উন্নত ভার্সন বের হয়েছে, যা আমার ফোনে কাজ করেনি, শুধু লোডিং দেখায়, সম্ভব হলে ২০১৭ মার্চ বা এপ্রিল মাসের ভার্সন ডাউনলোড করুন, এবং আপডেট করবেন না ৷

সত্যি বলতে একটি পূর্ণ বিষয়কে সংক্ষিপ্ত করা মানে পাঠকের মস্তিষ্ক ঘোলানো, তাই এসব অ্যাপের ব্যবহারবিধি তুলে ধরিনি, দয়া করে নিজে নিজে কাজ করুন ৷
যতটুকু বুঝবেন ততটুকু আপনার অর্জন, ততটুকু আপনার সফলতা ৷ একান্ত ব্যর্থ হলে আমার দারস্থ হোন, ২ মাসের কোর্স বিনামূল্যে করতে পারবেন, আশা কপি প্রোফেশনাল ভিডিও এডিটর হতে সাহায্য করবে, কৃতজ্ঞ আপনার প্রতি-সময় ও শ্রম দেয়ার জন্য…

KAB-BD FORUM বিনামূল্যে রেজিস্টেশন

উপদেশঃ আমি যদি কষ্ট করে এতোবড় আর্টিকেল লিখতে পারি, আপনিও চেষ্টা করলে প্রশ্ন করা বা কম্মেন্টের মাধ্যমে মতামত দিতে পারবেন, আপনার সকল শ্রম উৎসাহের তালিকায় লিপিবদ্ধ হোক!

কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী

Level 0

আমি কামাল আহমেদ বাগী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নাধীন, চরপক্ষিয়া গ্রামে, ৫ই শ্রাবণ ১৪০৫ বঙ্গাব্দে যশশ্রীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ বাবা মফিজুল হক একজন স্বনামধন্য ব্যাবসায়ী, মা মরিয়ম বেগম গৃহিণী, তিন ভাই, ও তিন বোনের মধ্য তিনি সবার ছোট ৷ —সংক্ষিপ্ত কামাল আহমেদ বাগী'র "রোমান্টিক কবিতা" এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন, ধন্যবাদ ৷ www.kabbd.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস