হ্যালো টেকটিউনবাসি,
কি খবর সবার? জানাতে নিচে টিউমেন্ট করুন; 🙂
আচ্ছা আসল কথায় আসি, আজকে অামি নিয়ে আসলাম একটি বিষয়, সেটি হলো কিভাবে আপনি আপনার স্মার্টফোনটির সাহায্যে প্রফেশনাল মানের এডিট করতে পারবেন। 😀
বর্তমানে অ্যান্ড্রয়েডে বিভিন্ন অ্যাপস রয়েছে যার সাহায্য আপনি ফটোশপের মতই এডিট করতে সক্ষম হবেন।
আজকে আমি পিক্সার্ট দিয়ে কিভাবে আপনি দুদার্ন্ত এডিট করবেন সেটি নিয়ে কথা বলবো। 🙂 চলুন শুরু করি।
আমরা যে এডিট টি করবো সেটি হলো এইরকম:
তো, এটা করার জন্য আপনার প্রয়োজন হবে দুইটি এপঃ
1. PicsArt
2. Adobe lightroom
দুইটাই অ্যান্ড্রয়েড এপ. তো,
কিভাবে এডিট করবেন সেটি বাংলায় লিখে বোঝানোর থেকে ভিডিও তে দেখিয়ে বোজানো উৎকৃস্ট বলে আমার মনে হয়। 🙂
তো ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন
আশা করি নতুন কিছু শিখতে পারবেন. 🙂
কোন সমস্যা হলে মন্তব্য করতে ভুলবেন না। 🙂
আমি রাসেল ইসলাম শান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।