আশাকরি সবাই ভালো অাছেন।
অনেক দিন পড়ে আমি আপনাদের জন্য এই সুন্দর টিপ্স নিয়ে আসলাম। তো আজ আমি দেখাবো কি ভাবে কোনো Headphone বা MB ছাড়া কি ভাবে FM Radio শুনবেন যে কোনো Phone, যে কোনো জায়গায় সিগারেট দিয়ে।
টিউন দেখে পাগলে কাজ মনে হতে পারে। তাই আগে চেস্টা না করে কেউ কিছু বলবেন না। আমার এই টিপ্স ১০০% কাজ করবে।
একটু যদি উপকার হয় আমার Channel Subscribe করতে ভুলবেন না।
চলুন এবার কাজে আসি।
উপকরন
১. একটি ফোন।
২.একটি খালি সিগারেট পাকেট।
৩.একটু বুদ্ধি
যে ভাবে কাজ করবেন
১. সিগারেট এর পাকেট নিবেন। এবং একটি চকচকে কাগজ দেখতে পাবেন।
কাগটি বের করে নিন।
২.ঠিক এই রকম
৩.চকচকে কাগজ টি ভালো ভাবে মুরিয়ে নিবেন। চিকন করে।
৪. কাগজটি আপনার ফোনের Headphone. এর জায়াগাতে ঢুকে দিবেন। দেখবেন Headphone লাইন পেয়ে গেছে।
৫.আপনার ফোনের FM Radio তে যান এবং Play করে দেখুন সব channel ধরছে। এবার মজা করে শুনুন।
আশা করি সবার কাজে দিবে টিউন টা
সবাই ভালো থাকবেন।
ভালো লাগলে আমার Channel Subscribe করবেন। Please.
বিস্তারিত জানতে video টি দেখুন।
Please কোনো ভুল হলে খারাপ Comment করবেন না। কারন মানুষ মাত্র ভুল। ভুল হতেই পারে। ভুল হলে ক্ষামার চোখে দেখবেন। আমার সকল চেষ্ঠা দিয়ে আপনাদের সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বোঝানোর চেষ্ঠা করি।
Join করুন Facebook Group:IT Tech [BD]
সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আশা করি সামনে আরো কোনো ভালো Post নিয়ে আপনাদের কাছে হাজির হবো।
কোনো সমস্য হলে Comment করবেন।
আমি মো আশরাফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।