আসলালামুআলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা কি ভাবে অতি সহযে মুখে বলে বাংলা টাইপ করতে পারি এর জন্য আমাদের সময় যেমন বাঁচবে তেমনি হাতে টাইপ করার কষ্টটাও বাঁচবে আর তার সাথে যারা এখনো মোবাইলে বাংলা টাইপ করতে পারেন না তাদের জন্য একেবারে চরম কিছু। অনেক কিছুই বলে ফেললাম, তাহলে চলুন শুরু করি।
যারা ১০০% প্রমাণ সহ চান তারা নিচে ভিডিওটি দেখতে পারেন এবং সহযে শিখতে পারবনে।
এর জন্য প্রথেমেই আপনাকে একটি অ্যাপ নিচে হবে। অ্যাপটির নাম হল Gboard। আপনার এটি প্লে স্টোরে পাবেন অথবা Gboard লেখাটিতে ক্লিক করুন। এটি কিন্তু গুগল মামার অ্যাপ তাহলে বুঝতেই পারছেন কেমন অ্যাপ।
ইন্সটলের পর আপনি সব পারমিসন দিয়ে দিন কোন সমস্যা হবে না।
এর পর আপনি Gboard সিলেক্ট করুন। (চিত্রে লক্ষ করুন। )
আর যে কোন টাইপ অপশন এনে গোলকের চিহ্নতে ক্লিক করে পাশের মাইক্রোফোনে ক্লিক করে বাংলা টাইপ করে ইনজন করুন।
এক নজরে আমার অন্য টিউন গুলো :
১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।
২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।
৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।
৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।
৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।
৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।
৭) যে কোন ছবিকে কথা বলান, শুধু তাই নয় অ্যানিমেশনো তৈরি করুন সহযে।
ভাল থাকবেন বিদায় নিচ্ছি!
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।