অ্যান্ড্রয়েড ফোনের গোপন পিকচার বা ভিডিও হাইড করে রাখুন কোনো অ্যাপস ব্যবহার না করেই খুব সহজেই

প্রথমে আপনার ফোনের ফাইল ম্যানেজেরে যাবেন।

তারপ যেই ডকুমেন্ট টি বা ফোল্ডার টি হাইড করবেন সেটি Rename করুন এবং Name এর আগে ১টি ডট(.) বসিয়ে দিন (লাইক.video) এবার OK বাটুন প্রেস করুন।

এবার দেখুন ফোল্ডার বা ফাইল টি হারিয়ে গিয়েছে।

এবার ফোল্ডার টিকে ফিরিয়ে আনতে যা করবেন,

ফোনের স্কিনের ডান কর্নারের ওপরের দিকে Search অপশনের পাশে দেখুন ৩টি ডট চিহ্ন আছে(্‌্‌্‌)।

ডট চিহ্নটিতে ক্লিক করুন, এবার Setting এ যান।

Setting এ গিয়ে Show hidden files অপশনে ক্লিক করুন এবং ব্যাকে গিয়ে দেখুন ফোল্ডার টি আবার ফিরে এসেছে।

আবার হাইড করার জন্য Show hidden files এর ক্লিক টি তুলে দিন।

Level 0

আমি সোহান খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস