আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালই আছেন। আমিও আল্লাহ তালার রহমতে ভাল আছি। আজ আপনাদের দেখাবো,
কিভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়ে হলিউড ছবির মত ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন।
আমরা অনেকেই হলিউডের বা বলিউডের মুভিতে দেখি অভিনেতারা বিভিন্য উচ্চতা থেকে লাফদিয়ে থাকেন। বা দেখাযায় তারা আকাশে উরছে এগুলা
মুলোত তারা, একটি স্টুডিওতে করে থাকে। পুরো স্টুডিওটি গ্রিন কালার পর্দা দিয়ে ঢাকা থাকে। তারা শুধু স্টুডিওর ভেতোরে পরিচালোকের নির্দেশনা অনুযাই সুটিং করেথাকেন। তারপর কম্পিউটারের সাহায্যে তারা ব্যাকগ্রাউন্ডে বিভিন্য স্পেশাল ইফেক্ট যোগ করে থাকেন।
তবে আমাদের মতো আম জনতার কাছে যেহেতু স্টুডিও নাই তাহলে?
এখন আমি আপনাদের সরাসরি (মেড ইন বাংলাদেশি) সিস্টেমটার কথা বলবো।
আপনি আপনার নিকোটবর্তি কাপরের দোকানে যান এবং ২গজ গ্রিন কালারের কাপর কিনুন দাম বড়যোর ১০০ থেকে ১২০ টাকা নেবে। তারপর আপনি কাপরটা কিছুর সাথে টাঙ্গিয়ে মোবাইলের ক্যামেরা বা যেকোন ক্যামেরা দিয়ে সুটিং করেনিন। মনে রাখবেন আপনি যাকেই ভিডিও করবেন তার ব্যাকগ্রাউন যেন গ্রিন কালার হয়। বেস হয়েগেলো সুটিং। তারপর কিভাবে সহয ভাবে ভিডিওটা এডিট করবেন, আপনাদের সুবিধার্থে একটি ভিডিও বানিয়েছি সেটা দেখে দেখে একবার করলেই, আশাকরি পুরোপুরি বুঝেযাবেন।
আমি এম এইচ মোশারফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।