এন্ড্রয়েড সকল ভার্সন ১.৫ কাপকেক থেকে ৮.০ ওরিও

আসসালামু আলাইকুম,

এন্ড্রয়েড হল বর্তমানে install base সবচেয়ে বড় অপরেটিং সিস্টেম।এন্ড্রয়েডের ডেভেলপমেন্ট শুরু হয় ২০০৩ সালে Android, lnc দ্বারা,এবং পরবর্তীতে ২০০৫ সালে এন্ড্রয়েডকে গুগল কিনে নেয়।

এন্ড্রয়েডের মোবাইল অপেরেটিং সিস্টেম শুরু হয়েছিল নভেম্বর ২০০৭ সালে,এবং প্রথম পাবলিক রিলিজ হয় এন্ড্রয়েড বেটা।এন্ড্রয়েডের সবার প্রথম কমার্শিয়াল ভার্সন রিলিজ হয়েছিল সেপ্টেম্বর ২০০৮ সালে।এন্ড্রয়েড ১.০ এবং ১.১ এর নির্দিষ্ট কোন কোড নেম ছিল না।

এন্ড্রয়েড ভার্শনের নাম, ইংরেজি বর্ণমালা অনুযায়ী মিষ্টান্ন থিমযুক্ত শুরু হয় 1.5 Cupcake ভার্সন দিয়ে।

 

  • No codename
  • রিলিজ হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০০৮ সালে।

 

  • Petit four
  • রিলিজ হয়েছিল ৯ ফেব্রয়ারি ২০০৯ সালে।

 

  • 5 Cupcake
  • রিলিজ হয়েছিল ২৭ এপ্রিল ২০০৯ সালে।

 

  • 6 Donut
  • রিলিজ হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০০৯ সালে।

 

  • 0, 2.0.1, 2.1 Eclair
  • রিলিজ হয়েছিল ২৬ অক্টোবর ২০০৯ সালে।

 

  • 2, 2.2.1, 2.2.2, 2.2.3 Froyo
  • রিলিজ হয়েছিল ২০ মে ২০১০ সালে।

 

  • 3, 2.3.1-2.3.7 Gingerbread
  • রিলিজ হয়েছিল ৬ ডিসেম্বর ২০১০ সালে।

 

  • 0, 3.1, 3.2, 3.2.1- 3.2.6 Honeycomb
  • রিলিজ হয়েছিল ২২ ফেব্রয়ারি ২০১১ সালে।

 

  • 0, 4.0.1-4.0.4 Ice cream sandwich
  • রিলিজ হয়েছিল ১৮ অক্টোবর ২০১১ সালে।

 

  • 1, 4.1.1-4.3.1 Jelly bean
  • রিলিজ হয়েছিল ৯ জুলাই ২০১২ সালে।

 

  • 4, 4.4.1-4.4.4 Kitkat
  • রিলিজ হয়েছিল ১৩ অক্টোবর ২০১৩ সালে।

 

  • 0, 5.0.1-5.1.1 Lolipop
  • রিলিজ হয়েছিল ১২ নভেম্বর ২০১৪ সালে।

 

  • 0, 6.0.1 Marshmallow
  • রিলিজ হয়েছিল ৫ অক্টোবর ২০১৫ সালে।

 

  • 0, 7.1-7.1.2 Nougat
  • রিলিজ হয়েছিল ২২ আগস্ট ২০১৬ সালে।

 

  • 0, 8.1 Oreo
  • রিলিজ হয়েছিল ২১ আগস্ট ২০১৭ সালে।

 

আমার ব্যবহার করা প্রথম এন্ড্রয়েড স্মার্টফোন (Sony ericsson live with walkman (জিঞ্জারব্রেড)

এন্ড্রয়েডে বর্তমানে প্রায় ২ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারি রয়েছে। (মে ২০১৭) এবং গুগল প্লে স্টোরে প্রায় ২.৭ মিলিয়ন অ্যাপ রয়েছে। (ফেব্রয়ারি ২০১৭)

 

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেখা, তাই কপি করলাম,
আমারও প্রথম এন্ড্রয়েড ছিল জিন্জাব্রেড, sony xperia mini pro, পরে আপগ্রেড আইসিএস করি, আমার সেটটি এখনও ভালই আছে,

Sony xperia mini pro, darun ekta smartphone chilo.