পেস ২০১৭ এন্ড্রয়েড গেম। সর্বকালের সেরা এন্ড্রয়েড ফুটবল গেম।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেকটিউনস এ আমার ১ম টিউন। এই সাইটের সাথে পরিচয় ২০১২-১৩ তে, ২ বছর আগে আইডি তৈরি করলেও কোনো টিউন করা হয়নি। আজ আমার সবচেয়ে পছন্দের গেমটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

পিসিতে সবাই ফিফা খেলেছেন আশা করি। তবে যদি কেউ যদি পিসিতে পেস খেলে থাকেন তাহলে তাহলে আর ফিফাতে ফিরে যাওয়ার সম্ভবনা কম।

যাইহোক এবার আমার আন্ড্রয়েড এর কথায় আসি।  PES এর নির্মাতা Konami সর্বশেষ ২০১১ তে মোবাইল এর জন্য গেম রিলিজ দেয়। মাঝে Dream League Soccer  ও আসাধারন গেম ছিলো। কিন্তু  PES এর অভাবটা সবসময়ই ফিল করতাম।

সুখবর হলো ২০১৭ তেও রিলিজ পেয়েছে PES। নিশ্চয়তা দিতে পারি এটা মোবাইলে খেলা আপনার সেরা গেম। সমস্যা হলো বাংলাদেশ থেকে ডাউনলোড দেয়া যায়না। প্লে স্টোরে এমনিতে দেখাবেনা। তবে ভিপিএন দিয়ে Australian IP ব্যবহার করে প্লে স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। নিচে একটা টিউটোরিয়ালও দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। চেস্টা করেছি সহজবোধ্য করার জন্য।

 PES ২০১৭ এক নজরে

  • সাইজ ১.৪৯ জিবি।
  • অনলাইন গেম (তবে ডাটা একদম কম কাটে)।
  • রেটিং ৪.৭

দুর্বলতা 

পেস সিরিজের বড় সমস্যা হল লাইসেন্স। কারণ EA SPORTS এর সাথে FIFA চুক্তি করে রেখেছে। এজন্য অনেক টিম এর আসল নাম নেই।  তবে আপনি যদি সত্যিকারের ফুটবলের মজা নিতে চান এইটুকু মানতেই হবে।

যেভাবে ডাউনলোড করবেন বাংলাদেশ থেকে 

গেমটা খেলে কেমন লাগলো জানাবেন কিন্তু। আর প্রথম টিউন,তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 2

আমি মোঃ জুবায়ের আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস