স্মার্টফোন হারিয়ে গেলে যেভাবে লোকেশন ট্র্যাক করবেন?

স্মার্টফোন ছাড়া একটা মিনিটও অচল। সকালে ওঠা থেকে রাতে ঘুমোতে ‌যাওয়া প‌র্যন্ত স্মার্টফোন হাতের কাছে না থাকলে একা একা লাগে। সেই স্মার্টফোনটিই ‌যদি হারিয়ে ‌যায়! তাহলে তো গোটা দুনিয়াই অন্ধকার। কীভাবে হারিয়ে ‌যাওয়া স্মার্টফোন খুঁজে বের করবেন?

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে হারিয়ে ‌যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া সম্ভব। কোথাও খোওয়া গেলে বা চুরি হলে আপনি লোকেশন জানতে পারবেন। ফোনটি পাওয়া না গেলে লক করে দিতে পারবেন। এমনকি সমস্ত জরুরি তথ্য গোপন করাও সম্ভব। android.com/find ওয়েবসাইটে গিয়ে ফোনের লোকেশন জানতে পারা ‌যাবে। স্যামনসাংয়ের ফোনে ‘Find my mobile’ অপশন রয়েছে। এর মাধ্যমে ফোনটি ট্র্যাক করা ‌যাবে।

আইফোনের জন্য কী করতে হবে? সেটিংয়ে ‌iCloud- activate ”Find my iPhone” ‌যান। প্রাইভেসি সেটিংয়ে লোকেশন সার্ভিস অপশন অন করুন। ফোন হারিয়ে গেলে icloud.com/find লগ ইন করতে হবে। ‘Find My iPhone’ অ্যাপও রয়েছে। মনে রাখতে হবে আপনার স্মার্টফোনটি অন থাকলে বা মোবাইল নেটওয়ার্কিংয়ে থাকলেই ট্র্যাক করা সম্ভব। যদি আপনার স্মার্টফোনটি বন্ধ বা  মোবাইলে নেটওয়ার্ক না থাকে তাহলে কোন ভাবেই ট্র্যাক করা সম্ভব নয়।

স্মার্টফোন বিষয়ে আরো জানতে
আমার ফেসবুক

Level New

আমি আনিচ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস