বেষ্ট কিছু এন্ড্রয়েড অফলাইন গেমস (১ম পর্ব)

আসসালামু আলাইকুম,

বর্তমানে এন্ড্রয়েড গেমস বেশ জনপ্রিয়।এবং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে,ফলে প্রতিনিয়তই নতুন নতুন গেমস আসছে।অনলাইন এবং অফলাইন দুই রকমের অনেক এন্ড্রয়েড গেমস রয়েছে।আজকে কিছু জনপ্রিয় অফলাইন গেমস নিয়ে আলোচনা করা হবে।

 

 

  • Asphalt 8 (অফলাইন/অনলাইন)
  • ভার্সনঃ2.2a
  • সাইজঃ22gb+
  • আমার খেলা বেষ্ট এন্ড্রয়েড রেসিং গেমস।আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই গেমসটি খেলতে পারবেন।

 

  • Fifa 14 (অফলাইন)
  • ভার্সনঃ3.6
  • সাইজঃ4gb+
  • ফিফার নতুন গেমস গুলোর সবগুলোই অনলাইন,যারা ফিফার অফলাইন ফুটবল পছন্দ করেন তারা খেলতে পারেন ফিফা ১৪।

 

  • Mordern combat 4 (অফলাইন) দামঃ৫৫০টাকা
  • ভার্সনঃ2.2e
  • সাইজঃ2gb+
  • যারা একশন গেমস পছন্দ করেন তাদের জন্য বেষ্ট গেমস Mordern combat 4।দারুন একটি গেমস সাথে অসাধারন গ্রাফিক্স।

 

  • Limbo (অফলাইন) দামঃ৪০০টাকা
  • ভার্সনঃ1.6
  • সাইজঃ 130mb
  • কম এম্বির মধ্যে দারুন একটি অফলাইন গেমস।আপনার ব্রেইনকে কাজে লাগাতে চাইলে খেলতে পারেন Limbo।

 

  • World cricket champianship 2 (অফলাইন)
  • ভার্সনঃ5.6
  • সাইজঃ 140mb
  • এন্ড্রয়েডের জন্য ভালো একটি ক্রিকেট গেমস।যারা ক্রিকেট পছন্দ করেন তারা খেলতে পারেন।

 

  • Amazing spiderman (অফলাইন) দামঃ৫৫০টাকা
  • ভার্সনঃ2.0
  • সাইজঃ 652mb+
  • Amazing spiderman 2 (অফলাইন) দামঃ৫৫০টাকা
  • ভার্সনঃ2.2f
  • সাইজঃ 630mb+
  • spiderman সিরিজের দুটি অফলাইন গেমস।

 

 

  • Walking dead season (অফলাইন)
  • ভার্সনঃ19
  • সাইজঃ22gb+
  • Walking dead season 2 (অফলাইন)
  • ভার্সনঃ35
  • সাইজঃ 617mb+
  • Walking dead season 3 (অফলাইন)
  • ভার্সনঃ04
  • সাইজঃ 780mb+
  • এক কথায় Walking dead series অসাধারন একটি এন্ড্রয়েড গেমস।

 

 

***কয়েকটি গেমস ইন্সটল করার পর আলাদা ভাবে ডাটা ডাউনলোড করতে হবে।

(কিছু গেমস হয়তো প্লে স্টোরে নাও পেতে পারেন,আবার কিছু গেমস আপনাকে টাকা দিয়ে কিনে খেলতে হবে, এজন্য আপনি গুগলের সাহায্য নিতে পারেন)

প্লে স্টোর ছাড়া আপনি,এই সাইটগুলো থেকে সবগুলো গেমস পাবেন।

revdl.com

rexdl.com

pdalife.ru

lenov.ru

android-1.com

 

 

***এন্ড্রয়েড অফলাইন আরো কিছু অসাধারন গেমস রয়েছে,তা নিয়ে পরবর্তী টিউনে আলোচনা করা হবে।

Happy Gaming

 

 

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস