বর্তমান বাংলাদেশের অবহাওয়ার যা অবস্থা তাতে কোন কিছুই ঠিকভাবে করা যায় না আবার কোন কিছু ঠিকভাবে রাখা ও যায় না। কোনদিন ভরা রোদে ঘর থেকে বের হওয়া যায় না আবার কোন দিন বৃষ্টিতে। আবার কখন কখন কোথাও যাওয়ার সময় রোদে পুড়ে যেতে হয় অাসার সময় বৃষ্টিতে ভিজে ফিরতে হয়। ষড়ঋতুর দেশে যেন এখন দুইঋতু খুজে পাওয়াই মুসকিল হয়ে পরেছে। এখন কোনটি গ্রীষ্মকাল আর কোনটি বর্ষাকাল আর কোনটি শরৎকার এটি শুধু দিনপঞ্জিতেই বিদ্ধমান।
প্রকৃতিতে যেন এর কোন প্রভাবই নেই। এর প্রভাবে জনজীবন থেকে শুরু করে হাতের মোবাইল ফোনটি ও রক্ষা পায় না। আকাশ পরিষ্কার দেখে ঝলমল রোদেলা অাবহাওয়ায় দেখে বের হলাম হঠাৎ করে আকাশ মেঘেলা হয়ে বৃষ্টি নেমে আসলো সব কিছু ভিজে শেষ। মূহর্তের মধ্যে আবহওয়ার পরিবর্তন। সাথে সাথে ভিজে গেল হাতের মোবাইল ফোনটিও। জামা কাপড় না হয় কিছু হবে না আবার শুকাতে দিলেই ঠিক হয়ে যাবে কিন্তু মোবাইল ফোনটির কি হবে। কিছু সঠিক নিয়ম মেনে ফোনটি একটু পরিচর্যা করলেই আবার ঠিক করা সম্ভব।
এখন
ধন্যবাদ।
আমি মোঃ হাবিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।