শাওমি/XIAOMI Redmi note 4x ফোন কিনবেন নাকি? [পর্ব-৩]

আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক।

শাওমি তাদের Redmi Note Seris দিয়েই বিশ্ব বাজারে সবার নজর কেড়েছে। কারন অন্য কোন কোম্পানি এত অল্প দামের মধ্যে Snapdragon চিপ সেটের মোবাইল বাজারজাত করে না। বর্তমানে তাদের Redmi note 4/Redmi note 4x বাজারে চলতেছে।

আমি ধারাবাহিক ভাবে Redmi note 4/Redmi note 4x এর ২০টি Feature দেখাবো যা মধ্য বাজেটের ফোনে সাধারণত দেখা যায় না। চলুন  পর্ব ৩ শুরু করি-

৭)  আপনার কি সন্তানেরা যদি ফোন চেপে উল্টা পাল্টা করে তাহলে আপনার দরকার Redmi note 4x এতে আছে Child Mode। এটা চালু করলে সীমিত কিছু আ্যপ চালু থাকবে। আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন যে কোন কোন আ্যপ এই মুডে চালু থাকবে।

৮) আপনি কি চান যে আপনার ফোনটি আপনার Finger Print সাহা্যে লক বা আনলক হোক? তাহলে Redmi note 4/Redmi note 4x আছে ফিঙ্গার প্রিন্ট লক। এটা দিয়ে আপনি হোম স্কিন, যে কোন আ্যপ ও প্রোফাইল লক/আনলক করতে পারবেন।

৯) আপনার বাসায় কি টিভি আছে? আপনার অফিসে কি এসি আছে? হঠাৎ টিভি বা এসির রিমোট পাচ্ছেন না। সমস্যা নেই। আপনার Redmi note 4 / Redmi note 4x ফোনে আছে টিভি বা এসি রিমোট। এটি সব ধরনের রিমোট ডিভাইস সার্পোট করে। (নিজের পরীক্ষিত)

আমি কোন ভাবে শাওমি ফোনের কোন ব্যবসার সাথে জড়িত নই। এটা আমার প্রিয় ফোন। তাই সবার সাথে শেয়ার করলাম।

এই চেইন টিউনের শেষ পর্বে আমি Redmi note 4/Redmi note 4x এর কিছু  Hidden Feature এবং আসল ফোন কিভাবে চিনবেন তা নিয়ে আলোচনা করবো। কিছু বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করে জানাবেন।

 

 

Level 0

আমি নিরব দর্শক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস