আসসালামু আলাইকুম,
আমি টেকটিউনসে নিউ জয়েন করেছি, ভুল হলে মাফ করবেন, আশা করি সবাই বুঝবেন। এখনকার সময় এন্ড্রইড ফোন সবাই একটু কম বেশি সবাই চালায়, বেশির ভাগ লোক ই একটু আপডেট ফোন ইউজ করে, এখন কিটকেট আর নেই এখন ললিপপ আর মারসমালো অর নিওয়ার ভার্সন নোগাট।
আর এফ আর পি লক মুলত ললিপপ থেকেই সুরু হয়েছে, এখন প্রায় সব মোবাইলে এই গুগল সিকিউরিটি অন আছে। অনেক সময় জরুরি কাজে একটু হেংগ করলেই বিরক্ত হয়ে মোবাইল রিসেট দেই।রিসেট দেওয়ার পর সমস্যা দেখা দেয়। রিসেট দেওয়ার পর অনেক সময় বেক আপ একাউন্ট মানে জিমেইল আইডি দিলে কাজ হয়ে যায়,
অনেক সময় কাজ ই করে নাহ তখন বিভিন্ন মেথডে বাইপাস করা যায়! বা রিসেট করার আগে দেখে নেওয়া যায় এফ আর পি অন আছে কিনা? পাওয়ার কি আর ভোলিওম ডাওন আর হোম বাটন এই তিনটি বাটন এক সাথে চাপ দিলে ডাওনলোড মোড আসবে। দেখুন লিখা আছে ফোটো তে এফ আর পি: অন বা অফ যদি এফ আর পি লক এক্টিভ থাকে তাহলে এফ আর পি অন আসব।! আর যদি এফ আর পি লক ডিএক্টিভ থাকে তাহলে এফ আর পি অফ আসবে।
নিচের ফোটো টা খেয়াল করলেই বুঝতে পারবেন!
আপনাদের সুবিধার জন্য ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি...
ভিডিও দেখুন
ভিডিও লিঙ্ক ক্লিক করুন
APPS LINK: ক্লিক করুন
যদি না বুঝেন ২ন্ড মেথড ট্রাই করুন
কারো কোন প্রকার সমস্যা থাকলে ফেসবুকে নক করতে পারেন। ফেসবুক আমি । ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আসা করি।
আল্লাহ হাফেজ।
আমি রবিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।