সব চেয়ে সহজ ও কম সময়ে আপনার মোবাইলের বুট অ্যানিমিশন তৈরি ও পরিবর্তন করুন।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি দেখাবো কি ভাবে সব চেয়ে সহজ উপায়ে এন্ড্রয়েড ফোনের বুট অ্যানিমিশন পরিবর্তন করা যায়।

আমার নিয়ম এ বুট অ্যানিমিশন পরিবর্তন করলে যে যে উপকার পাবেন,

  • খুব কম সময় লাগবে
  • অতিরিক্ত কোন ঝামেলা নেই। অর্থাৎ যে কেউ খুব সহজে বুট অ্যানিমিশন পরিবর্তন করতে পারবে।
  • বুট অ্যানিমিশন আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী পরিবর্তন হবে।
  • আপনার ছবিটি পুরো ডিসপ্লে জুড়ে থাকবে,ছোট বড় হবে না।

বুট অ্যানিমিশন পরিবর্তন করতে আপনার যা যা লাগবে,

Apps গুলো গুগল প্লে স্টরে পেয়ে যাবেন অথবা ডাউনলোড দিতে অ্যাপস এর উপরে ক্লিক করুন।

কেমন হবে আমাদের বুট অ্যানিমিশন ছবিটি দেখুন,

কাজ শুরু করার আগে একটা কথা বলে রাখি,আপনি যদি ব্রডব্যান্ড ইউজার হয়ে থাকেন তাহলে ভাই আপনি টিউনটি না পরে আমার তৈরি করা ভিডিও Tutorial টি দেখুন,এতে আপনার বুজতে সহজ হবে,ধন্যবাদ।

প্রথমে 3D post maker apps ওপেন করুন,ওপেন করলে নিচের ছবির মতো দেখতে পারবেন,

 

 

 

 

 

 

এরপর আবার  'A' আইকনে ক্লিক করতে হবে

3D আইকনে ক্লিক করলে একটা বক্স আসবে ওখানে প্রথমে আপনার নাম লেখে done বাটনে ক্লিক করে,আবার 3D বাটনে ক্লিক করে আবার আপনার ফোনের নাম লেখে done বাটনে ক্লিক করবেন।এবার লেখার পিছনে আপনার ছবি দিতে নিচের ছবিটি দেখুন,

ছবি অ্যাড করা শেষ হলে,আমাদের লেখাটা কে বিভিন্ন 3D STYLE করতে হবে এ জন্য নিচের ছবিটি দেখুন।

3D TEXT গুলো নিচের ছবির মতো হবে।

যে লেখাটি Style করতে চান,আগে তার উপরে আঙ্গুল দিয়ে টাচ করে তারপর ফন্ট সিলেক্ট করবেন। ফন্ট সিলেক্ট করা শেষ হলে Done এ ক্লিক করুন।এবার ছবিটি Save করতে হবে এ জন্য নিচের ছবিটি দেখুন।

Save করা শেষ হলে application টি বন্ধ করবেন না,Back  এসে আবার 'Presets' আইকনে ক্লিক করে ফন্ট Style change করুন কিন্তু ফন্ট গুলা সরাবেন না অর্থাৎ ফন্ট গুলা যেমন ছিলো তেমন-ই রাখবেন।এভাবে সর্বনিম্ন ১০ টি কিন্তু ১৫ টির বেশি না,ফন্ট Style তৈরি করে Save করুন।

এবার Boot Box apps টি ওপেন করে ফোনের বাম দিক থেকে আঙ্গুল দিয়ে Swipe করলে একটা Menu আসবে আসবে,সেখান থেকে Boot Box Factory সিলেক্ট করুন।এরপর নিচের ছবির মতো দেখাবে।

মনে রাখবেন ১৫ টির বেশি ছবি অ্যাড করবেন না।আমার মতে ১০ টি ছবি অ্যাড করাই ভাল।ছবি অ্যাড করার সময় নিচের ছবির মতো দেখাবে।

প্রত্যেকটি ছবি অ্যাড করার সময়,ছবি Crop করতে বলবে যেহেতু আমরা ১০ টার মতো ছবি দিয়ে বুট অ্যানিমিশন তৈরি করবো তাই প্রত্যেক ছবির Crop একই থাকতে হবে মানে প্রত্যেক টি ছবি একই মাপে কাটতে হবে।ছবি গুলো Crop করা হলে নিচের ছবির মতো দেখাবে।

এবার উপরের ছবির মতো Build and preview এ ক্লিক করলে আপনার বুটঅ্যানিমিশন কেমন হবে দেখাবে।নিচের ছবির মতো

এবার Install animation এ ক্লিক করলে-ই হয়ে গেলো আপনার Custom boot animation. আমার টিউন টি ভাল লাগলে ও এরকম আরো টিপস ও ট্রিক্সস জানতে টেকটিউনসের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় Itech banglar সাথে থাকুন, ধন্যবাদ আল্লাহ হাফেজ। আর হ্যাঁ,টিউন টি কেমন লাগলো তা টিউমেন্ট করে জানাতে  ভুলবেন না।

Level 1

আমি Hridoy Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস