আমাদের অনেকেরই প্রোগ্রামিং শেখার প্রবল ইচ্ছা আছে। অনেকের ধারণা যে কম্পিউটার ছাড়া প্রোগ্রামিং করা সম্ভব না। কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক না। আমদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা চাইলেই প্রোগ্রামিং শুরু করে দিতে পারি। এখন প্রোগ্রাম কম্পাইল ও রান করাতে হাতের অ্যান্ড্রয়েড ফোনটই যথেষ্ট।
আমার মতে CppDroid, c এবং c++ প্রোগ্রামিং এর জন্য সবচেয়ে ভালো application। এতে খুব সহজেই c এবং c++ প্রোগ্রাম লেখা, compile ও রান করানো যায়। কোনো এড-অন install করার প্রয়োজন হয় না।
এছাড়া, এর কিছু প্রোগ্রাম example হিসেবে দেওয়া থাকে। তাই চাইলে আমরা শেখার জন্য ওই example গুলোর সহায়তাও নিতে পারি।
CppDroid - C/C++ IDE ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
প্রোগ্রামিং এর জন্য আরেকটি অসাধারন app. c4droid app টি ও অত্যন্ত সহজেই ব্যবহার করা যায়।
কিন্তু c proggram কম্পাইল করার জন্য built in কম্পাইলার থাকলেও c++ proggram কম্পাইল করার জন্য আলাদা plugin ডাউনলোড করতে হয়। অথবা setings এ গিয়ে কম্পাইলার পরিবর্তন করলেই download permission চাওয়া হয়। সেখান থেকেও সরাসরি ডাউনলোড করা যাবে।
c4droid app টি playstore থেকে ২৫০.০০ টাকায় পাওয়া যায়।
কিন্তু ভয় পাবার কারণ নেই। নিচে ফ্রি ডাউনলোড লিংক দেওয়া হলো।
c4droid ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
GCC plugin for C4droid C++ IDE ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
উপরের দুটো app ই offline app। কিন্তু অনেক সময়ই এই app গুলোতে নানা রকম permission issue এর জন্য মোবাইলে compile ও run করা যায় না।
সাধারণত android version 5.0.0 বা এর উপরের version গুলোতে এমন সমস্যা প্রায় ই দেখা যায়।তাই নিচে কিছু online compiler app এর লিংক দেওয়া হলো।
এটি একটি অনলাইন কম্পাইলার। তাই প্রোগ্রাম কম্পাইল করার সময় অবশ্যই data connection অন থাকতে হবে। কিন্তু এই কম্পাইলারে আমরা প্রোগ্রাম চলার মাঝখানে কোনো input দিতে পারবো না। প্রোগ্রাম শুরুর আগেই সব input দেওয়া লাগবে। এই কম্পাইলারে প্রায় সব প্রকারের প্রোগ্রাম ই কম্পাইল করা যায়।
Decoder ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এই app টি ও একটি অনলাইন কম্পাইলার। এবং এর মাধ্যমেও অনলাইনে প্রোগ্রাম কম্পাইল করা যায়। Online Compiler ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এছাড়া বিভিন্ন terminal emulator দিয়েও প্রোগ্রাম কম্পাইল করা যায়। কিন্তু আজ আমি সেই দিকে এগোচ্ছি না। সবাই ভালো থাকবেন। ভালো রাখবেন। এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে টিউনমেন্টে জানাবেন।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
পরিশিষ্ট : এই app গুলো শুধুমাত্র basic proggraming শেখার জন্য। এই app গুলো দিয়ে আপনি প্রোগ্রামিং শেখা শুরু করতে পারেন আর mathematical proggraming algorithms practice করতে পারেন। কিন্তু high level বা professional প্রোগ্রামিং এই অ্যাপ গুলো দিয়ে করা যাবে না। আর করা গেলেও তা অনেক কষ্টসাধ্য।
আমি মাকসুদুর রহমান জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
<<>>কীভাবে করা যায় জানাবেন।