oআসসালামু আলাইকুম, আমি ফাহাদ কাজী। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। টেকটিউনস এর পক্ষ হতে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন পর আপনাদের মধ্যে ছোট একটি টিউন নিয়ে হাজির হলাম।আজকে আমি দেখাব কিভাবে ভিডিও এর মধ্যে মোবাইল ফ্রেম এড করবেন তাও আবার মোবাইল দিয়ে। অনেকে হয়ত দেখেছেন কিছু কিছু টিউটোরিয়ালে মোবাইল ফ্রেম দেয়া থাকে, কিন্তু কিভাবে করতে হয় তা যানেননা।আমি আজকে দেখাব কিভাবে ভিডিও তে মোবাইল ফ্রেম এড করবেন। প্রথমে এর জন্যে আপনাকে একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করতে হবে। এই লিনক হতে পছন্দ মত যে কোন একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করে নিন।
http://www.pngpix.com/download/tag/mobile
এবার Kinemaster Video editing Apps টি ওপেন করুন। ১ম যে ভিডিও তে ফ্রেম এড করবেন তা সিলেক্ট করুন। এবার layer option এ ক্লিক করে মোবাইল ফ্রেমটি সিলেক্ট করুন। বাকি টি ভিডিও তে দেখুন। লেখে বোজানো সম্ভব না।
আমার ভিডিও টি দেখুন
আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।
http:// Youtube.com/KtvBanglaTutorial
ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ
আমি ফাহাদ কাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।