হাই বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি এন্ড্রয়েড ব্রাউজার। এই ব্রাউজার টি আমার বানানো। এই ব্রাউজার টি কিন্তু আপনি প্লে স্টোর এ পাবেন না, কারন প্লে স্টোর এ টাকা লাগে আর এখন আমি ওটা দিতে পারি নি। তাই বাংলার এই সবথেকে বড় ওয়েব সাইট টিতে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
১> সুপার ফাস্ট ব্রাউজিং স্পিড।
২> সুপার ফাস্ট ডাউনলোড স্পিড।
৩> আপনার স্থানের ওয়েদার রিপোর্ট।
৪> আপনার পছন্দের যে কোনো ওয়েবসাইট কে শরটকাট করে রাখতে পারেন।
৫> একসাথে জত ইচ্ছে টেব ওপেন করতে পারেন।
৬> INCOGNITO MODE ইউজ করতে পারেন। আমার মনে হয় অন্য কোনো মোবাইল ব্রাউজার এ আপনি এই সুবিধা পাবেন না।
৭> পুরো Global News পেয়ে যাবেন ব্রাউজার টিতে।
৮> AD Block করতে পারেন।
৯> অন্য ব্রাউজার এর মতো নোটিফিকেশন দিয়ে আপনাকে একবারও ডিস্টার্ব করা হবে না।
১০> ব্রাউজার টিকে পুরো নিজের ইচ্ছে মতো সাজাতে পারেন, যেমন Background, shortcut আরও অনেক ভাবে।
১১> আপনার পছন্দের ওয়েবসাইট http://www.techtunes.io কে শটকাট এই পেয়ে যাবেন।
আরও অনেক কিছু পাবেন। একবার একটা সুযোগ দিয়ে দেখুন না আমাকে, নিরাশ হবেন না কথা দিলাম।
আশাকরি এই টিউন টি এবং এই ব্রাউজার টি দুটোই আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভাবে আমার ব্রাউজার টিকে উন্নত করতে পারি তো অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
আমি অরিন্দম চক্রবত্তি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।