মিড বাজেটের সেরা স্মার্ট ফোন নিয়ে আসছে মেইজু(Meizu Note M6)

Meizu M6 Note ২০১৭ সালের সেরা মোবাইল ফোন।

প্রিয় টেক পাঠক,

আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। Meizu নিয়ে আসছে অসাধারণ ১ টি স্মার্ট ফোন,যা সকল স্মার্ট ফোন ব্যবহার কারী দের মাঝে ব্যাপক সারা ফেলবে। এক নজরে Meizu M6 Note এর স্পেসিফিকেশন গুলো দেখে নেইঃ

ডিসপ্লেঃ এতে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচ ডি আই পি এস ডিসপ্লে। যার রেজুলেশন ১০৮০x১৯২০ (৪০১ ppi)

  • ক্যামেরাঃ এর পেছনে রয়েছে অসাধারন ডুয়াল রিয়ার ক্যামেরা। পেছনে রয়েছে ১২ এবং ৫ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। Sony IMX362 sensor (12MP, 1.4 µm pixel size) behind and f/1.9 lens .The selfie camera has a 16 MP sensor and f/2.0 aperture.
  • র‍্যামঃ ৩টি ভার্শনে পাওয়া যাবে এটি ১৬/৩, ৩২/৩ এবং ৪/৬৪।
  • চিপসেট ঃ স্ন্যাপড্রাগন ৬২৫।
  • সিপিইউঃ আক্টাকোর ২.০ ghz cortex-A53
  • জিপিইউঃ Adreno 506
  • ও এসঃ Android নগাট 7.1.2 with Flyme os 6.0
  • ব্যাটারিঃ ৪০০০ মিলিএম্পিয়ার।
  • কার্ড স্লটঃ মাইক্রো এসডি আপ টু ২৫৬ জিবি।
  • সেন্সরঃ Fingerprint, accelerometer, gyro, proximity, compass
  • বিশেষ ফিচার সমূহঃ

এতে রয়েছে 18W এর ফাস্ট চার্জিং, মাত্র ২০ মিনিট এ ফুল চার্জ হবে! ফিংগার প্রিন্ট সাথে আছে Type-C কানেক্টর!! এর ক্যামেরা পারফমেন্স দুর্দান্ত। লো লাইট পার্ফমেন্স এ এটি ৫৬ হাজার টাকার Huawei p10 কেও পেছনে ফেলেছে।নিচে এর কিছু ক্যামেরা সেম্পল দেয়া হলোঃ

দামঃ বাজেট কিলার এই স্মার্ট  ফোন টির দাম রাখা হয়েছে চায়নাতেঃ

3GB+16GB = CNY1,099 ($164)

3GB+32GB =CNY1,299 ($194)

4GB+64GB=CNY1,699 ($254)

  • এই দামে এত ফিচার সমৃদ্ধ ফোন আর পাবেন না।বাজেট কিলার এই সেট নিলে কোন কিছুর জন্য আফসোস লাগবেনা।

প্রাপ্তিঃ Meizu বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসছে। সেপ্টেম্বর এ পাওয়া যাবে এটি।

Level 0

আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস