অ্যান্ড্রয়েড ফোনের Data Backup ও Sync এর জন্য বেস্ট তিনটি পদ্ধতি

বর্তমান স্মার্টফোনের যুগ। এযুগে কারো হাতে এন্ড্রয়েড ফোন নেই, এমন লোক খুঁজে একটু মুশকিলই বটে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। এখন স্মার্টফোন শুধু কথা বলা বা গেম খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। দৈনন্দিন কাজেও এর ব্যবহার বেড়েছে। অফিসিয়াল কাজ থেকে শুরু লেখা-পড়া সহ নানারকম কাজে এর ব্যবহার হচ্ছে।

তাই, আমাদের সবার ফোনেই এখন কম-বেশি গুরুত্বপূর্ণ ডেটা থাকে। কিন্তু হঠাৎ করেই আমাদের ফোনে কোনো সমস্যা দেখা দিলে বা মেমোরি কার্ড নস্ট হয়ে গেলে তখন আমাদের বিপদের মুখে পরতে হয়। অনেকেই ইতিমধ্যেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তাই, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Automatically অ্যান্ড্রয়েড ফোনের ডেটা Backup ও Sync করবেন।

যারা ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার তারা cloud storage এর সফ্‌টওয়্যার ব্যবহার করে খুব সহজেই automatically ডেটা ব্যাকআপ করে রাখতে পারেন। কিন্তু সমস্যা হলো মোবাইলের জন্য খুব বেশি ভালো সফ্‌টওয়্যার পাওয়া যায়না। অল্প কিছু apps আছে যাদের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। তবে, আমি আজকে চেষ্টা করবো আপনাদের সাথে বেস্ট তিনটি মেথড শেয়ার করার জন্য।

Autosync :

শুরুতেই আমি আপনাদেরকে সবচেয়ে সহজ একটা সমাধান দিবো। আমাদের অনেকেই ডেস্কটপে Dropbox cloud storage ব্যবহার করেছি। প্রথমেই আমি আপনাদের যে সফ্টওয়্যারটির কথা বলবো সেটির অনেকটা Dropbox এর মতো। তবে, এটা ড্রপবক্সের অফিসিয়াল কোনো App নয়।

এর নাম Dropsync. এটি ডেভোলপ করেছেন MetaCtrl. এটা অনেকটাই ড্রপবক্সের মত কাজ করে। এটি Background এ আপনার ফোল্ডারগুলো auto Sync করে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলা নিরাপদে ব্যাকআপ করে রাখবে।

Dropsync শুধুমাত্র এর কাজ ভালোবাবেই করেনা বরং আপনাকে অনেক সুবিধাও প্রধান করে থাকে। এতে অনেক ফিচার রয়েছে। যেমন-

  • যেকোনো ফোল্ডারের মিরর ফোল্ডার তৈরি করে রাখতে পারবেন।
  • আপনার ফোন থেকে ড্রপবক্সে ফাইল আপলোড করতে পারবেন কোনোকিছু ডাউনলোড ছাড়াই।
  • দিনের নির্দিষ্ট কোনো সময়ে sync করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান প্রতিদিন সকালে ডেটা sync হবে তাহলে সে অনুযায়ী টাইম সেটিং করে রাখলেই হবে।
  • যখন আপনি এটা ব্যবহার করবেন তখন অযথা ফোনের ডেটা ফুরানোর হাত থেকে রক্ষা করতে পারবেন।

এই app টি আপনি বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। তবে, আপনি যদি ads free ব্যবহার করতে চান। এছাড়া আপনি মাল্টিপল ফোল্ডার synchronise করতে চান, অথবা বড় ফাইল আপলোড করতে চান তাহলে 9$ (প্রায় ৭৩০ টাকা) দিয়ে এর Pro Version নামিয়ে নিতে হবে।

তবে আপনি যদি ড্রপবক্সের ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহার করে না থাকেন, তাহলে আপনি গুগলের অলটারনেটিভ app টি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও আপনি একই সুবিধা পাবেন।

FolderSync :

আপনি যদি ড্রপবক্স, গুগল ড্রাইভ এইসব ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহার না করে থাকেন তাহলে আপনি FolderSync ব্যবহার করে দেখতে পারেন। app টিতে ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করার জন্য অনেক অপশন রয়েছে। যেমনঃ amazon cloud storage,onedrive, Box, Cloud Me, Copy, FTP, Godaddy etc.etc..

FolderSync এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার গুরুত্বপূর্ণ ফাইল Backup করে রাখতে পারবেন। এই app এর অন্যতম সুবিধা হলো আপনি FTP অথবা Windows Share (Samba/CIFS) ব্যবহার করে আপনার লোকাল সার্ভারে ফাইল ব্যাকআপ করে রাখতে পারবেন। এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার নিজস্ব ক্লাউড স্টোরেজ সার্ভার তৈরি করতে পারবেন।

নিচের ভিডিওতে এর ব্যবহার দেখে নিতে পারেন :

Folder Sync এ Auto Sync এর মতো একই এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি এই app টিতেও automatically ডেটা Sync এর জন্যা সময় নির্ধারন করতে পারবেন। wifi এর আওতায় থাকলে কিভাবে ডেটা ব্যাবহৃত হবে সেটাও নির্ধারন করে দিতে পারবেন।

এছাড়া আপনি কিভাবে ফাইল সেভ করতে চান (mirror, download, upload, etc.) তাও ঠিক করে দিতে পারবেন। এই app টিতে বিল্ড-ইন ফাইল ম্যানেজার রয়েছে।

এই এপটির ফ্রি ভার্শনের মাধ্যমে আপনি পুরো সুবিধা ভোগ করতে পারবেননা। শুধুমাত্র দুইটি একাউন্ট ব্যবহার করতে পারবেন। এপটির সকল সুবিধা ভোগ করার জন্য আপনাকে 2.87$ (প্রায় ২৩০ টাকা)খরচ করে pro version কিনতে হবে।

Download: FolderSync (Free)

BitTorrent Sync :

ফাইনালি আমি আপনাদের সাথে যে app টি নিয়ে কথা বলবো সেটি হলো BitTorrent Sync. আমার পছন্দের একটি app এটি। এই app আপনি এক্সট্রা অনেক ফিচার পাবেন যা উপরের app গুলোতে পাবেননা। বিটটরেন্ট Sync ব্যবহার করে আপনি সহজেই আপনার ডেটাগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন।

এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এতে আনলিমিটেড ফোল্ডার এবং ফাইলস্‌ রাখতে পারবেন এবং যেকোনো সাইজের ফাইল রাখতে পারবেন। কিন্তু উপরের app গুলোর প্রো ভার্শনে এই সুবিধা নেই। এর মাধ্যমে আপনি documents, photos, videos, audio  থেকে শুরু করে যেকোনো ফরমেটের ফাইলে স্টোর করে রাখতে পারবেন।

এই app টিতে অন্যান্য app গুলোর মতো ব্যাপক অপশন নেই। এই app টিতে আপনি মোবাইল ডেটা যেন না ফুরায় সেজন্য সেটিং করে রাখতে পারবেন। তবে, উপরের এপস্‌ গুলোতে আমরা যেমনটি দেখিছি যে, দিনের একটা নির্দিষ্ট সময়ে আপনি ডেটা sync করতে পারবেন। এই app টিতে আপনি সেই ফিচারটি পাবেননা।

তবে, এটি Background এ আপনার সব ডেটা অটো Sync করবে। আর আপনি চাইলে যেকোনো ফোল্ডার নির্দিষ্ট করে দিতে পারেন। বিটটরেন্ট Sync খুব বেশিদিন ধরে ডেভোলপ করা হয়নি। তাই অন্যান্য app এর চাইতে এতে ফিচার অপেক্ষাকৃতভাবে কম। তারপরেও এতি আমার পছন্দের কারন এর মাধ্যমে আপনি বিনামূল্যে আনলিমিটেড ডেটা স্টোর করতে পারবেন।

Download: BitTorrent Sync (Free)

তো, আজকের মতো টিউনটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আশা করি অনেকেরই টিউনটি অনেকেরই কাজ লাগবে। যদি ভালো তাহলে অবশ্যই টিউনমেন্ট করে জানাতে ভুলবেননা। আর যদি কোনো ধরনের সমস্যার মাঝে পরেন তাহলে আমাকে নক করতে পারেন। আর, চাইলে ফেসবুকে আমাকে এড করে নিতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস