আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে Android এর নতুন ভার্সন চলে এসেছে যার নাম দেয়া হয়েছে Android O। নতুন ফোন গুলোর সাথে দেয়া হচ্ছে এন্ড্রয়েড এর এই নতুন ভার্সন। ভালো ফোন যারা চালান তারা আর কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন android o এর আপগ্রেড। কার যাদের জন্য অফিশিয়াল আপডেট আসবে না তারাও কাস্টম রম দিয়ে স্বাদ নিতে পারবেন android o এর কিন্তু এর জন্য অবশ্যই Root লাগবে।
কিন্তু আমরা যারা অন্য পুরাতন ভার্সন ব্যবহার করি এবং ফোন রুট করিনি তারা কি এই Android O এর স্বাদ নিতে পারবো না? উত্তর হচ্ছে যে পুরো স্বাদ নিতে না পারলেও এর কিছু কিছু ফিচার টেস্ট করা সম্ভব যে কোন এন্ড্রয়েড ফোনেই।
এর মধ্যে একটি হচ্ছে আপনি খুব সহজেই আপনার ফোনের নোটিফিকেশন বার টাকে চেঞ্জ করে বানিয়ে ফেলতে পারেন Android O এর নটিফিকেশন বারের মত।
বিস্তারিত বলার আগে বুঝার সুবিধার জন্য নিচের ভিডিও তে একবার চোখ বুলিয়ে নিতে পারেন
প্রথমেই প্লেস্টরে যেয়ে ডাউনলোড করে ফেলুন Material Status bar এই এপটি। এর পর সেটিতে ঢুকে অফ এ ক্লিক করুন। পারমিশান চাইলে পারমিশন দিয়ে নিন। এর পর একদম উপরের অপশনে ক্লিক করে সেখান থেকে android O সিলেক্ট করে দিন। দেখবেন আপনার স্ট্যাটাস বার টি চেঞ্জ হয়ে গেলো। এরপর এপটির অন্য অপশন গুলো ঘেটে ঘুটে নিজের মনের মত করে সাজিয়ে নিন।
তো এই ছিল আজকের টিউন। কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন এবং ভালো কাটুক আপনার দিন প্রযুক্তির সাথে।
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।