কম দামের মধ্যে বিদেশি ৫টি বেস্ট এন্ড্রয়েড ফোন সম্পর্কে জেনে নিন

আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি। তবে শরীর টা ভাল আছে কি না তা ঠিক বলতে পারতেছি না। আসলে নিজের তেমন যত্ন নেই না তো। গাধার মত খাটাই নিজেকে। তাই বলে আবার আমাকে গাধা মনে কইরেন না। আবার বেশি চালাক যে তাও না। আমি একজন স্বাভাবিক মানুষ। সরল মনের মানুষ। আরে ভাই নিজের সম্পর্কে অনেক কিছুই বলে ফেলেছি এইবার টিউন সম্পর্কে কিছু বলি।  কয়েকদিন ধরেই ফোন নিয়ে টিউন করতেছি। কিন্তু কেন?

কারণ আর কিছু না। শুধু আপনাদের জন্য। যেন আপনারা ফোন কেনার ক্ষেত্রে একটু হলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য আর কি। আসলে এক টিউনে সব কিছু লিখা আমার পক্ষে যেমন প্রায় অসম্ভব। তেমনি আপনাদের কাছেও হয়ত সেই গরুর রচনা ভাল লাগতো না। তাই আর কি কয়েকটা টিউনে করা।

আর কথা বাড়ানো ঠিক হবে না। পরে আবার আপনারা আমার নামে থানায় মামলা করবেন। আমি কিন্তু পুলিশ দেখে খুব ভয় পাই। তাই যেই পুলিশের একটা  মেয়ে উনাকে আংকেল। আর যার ২টা মেয়ে উনাকে টুইংকেল বলে ডাকি।  যাইহোক অনেক মজা করেছি। বাকিটুকু অন্যদিনের জন্য রেখে দিলাম। তো চলুন জেনে নিই পাঁচটি বেস্ট কম দামের এন্ড্রয়েড ফোন সম্পর্কে।

Xiaomi Redmi Note 4

redmi-note-4

Xiaomi brand  যদিও চীনের বাইরে তেমন পরিচিত কোনো ব্রান্ড না, কিন্তু কম দামের মধ্যে খুব ভাল কম্পানির এবং ভাল মানের ফোন এটি, এটা সবাইকেই মানতে হবে। Xiaomi brand যখন তাদের লেটেস্ট একটা ফোন এমআই-৬ বাজারে আনে সেটা ছিল স্যামসাং গ্যালাক্সি s8 এর প্রায় কাছাকাছি। কিন্তু দাম ছিল গ্যালাক্সির অর্ধেক। তারা পারেও বটে। আবার ফোনের মানও ছিল ভাল।

এইটা ভাববেন না যে, তারা সব ভেজাল জিনিস ফোনে এড করে দিয়েছে। আর এই ব্র্যান্ড একমাত্র নামই করেছে তাদের এই রেডমি রেঞ্জের কম দামের ফোনগুলোর জন্য। আর এই রেঞ্জের মধ্যে লেটেস্ট যে রেডমি নোট ৪ তারা বের করেছে তা আগের ফোনগুলোর মতই খুবই ভাল মানের এবং এর হার্ডওয়্যারের অনেক উন্নয়ন করা হয়েছে। আর ডিজাইনের কথা এক কথায় অসাধারণ।আর এর ফিচারও গুলোও কিন্তু অসাধারণ। চলুন দেখি কি কি প্রধান আকর্ষণ আছে এর ভিতরঃ

  • A 5.5″ Full HD display
  • A 13 MP main camera
  • 4100 mAh battery
  • A Snapdragon 625 Octa-Core processor
  • 3 GB of RAM

এছাড়াও এর রয়েছে দক্ষ ফিংগার প্রিন্ট লক সিস্টেম।  কিন্তু এক দিক দিয়ে রেডমি নোট ৪ পিছিয়ে।কারণ এর ১৩মেগা পিক্সেল ক্যামেরা যেখানে নোট ৩ তেই ছিল ১৬মেগা পিক্সেল ক্যামেরা। কিন্তু এর এর সিপিইউ খুব দ্রুত কাজ করে। আর এর ব্যাটারি ক্যাপাসিটিও অনেক। এটা যদি আপনি পান তাহলে এর দাম পড়বে ১৫০-২৫০ডলার। চাইলে এমাজন থেকে ১৭৪ডলার দিয়ে কিনতে পারেন।

এমাজন লিংক 

Hisense Infinity Elegance (E76)

hisense-infinity-elegance

হাইসেন্স লেটেস্ট টেকনোলজি ব্যবহারকৃত একটু মধ্যম দামের ফোন নির্মাতা প্রতিষ্ঠান। যদিও একটি ৩০rock নামে একটি ফোন তার আকর্ষণীয় ডিজাইনের জন্য মানুষকে আকৃষ্ট করেছে।কিন্তু সেটা ছিল বাজে একটা ফোন। সেই জন্য এই কোম্পানী চেষ্টা করে ভাল মানের ফোনের পাশাপাশি এর ডিজাইনটাও যেন ভাল হয়।  অন্যান্য ডিজাইনের ফোনগুলোর মধ্যে এটার ডিজাইন খুবই আকর্ষনীয়।

ফোনের ভিতর আর কি কি আছে উল্লেখ করার মতঃ

  • A 5.5″ Full HD display
  • A 13 MP main camera
  • 3000mAh battery
  • A Snapdragon 430 Octa-Core processor
  • 3 GB of RAM

তবে এই ফোনটি ইউ এস এ বা ইউ কে এর মত কিছুই বড় মার্কেটে পাওয়া যাবে না। তবে নরমালী অন্যান সব জায়গায় ২৫০ডলারের কাছাকাছি দাম পড়বে।

 ASUS Zenfone 3

নাম দেখে আবার ভাববেন না যে, এইটা গত টিউনের সেই জেনফোন। ঐটার শেষে কিন্তু জুম কথা টা উল্লেখ ছিল। মানে ঐটা এটার থেকেও দামী।  এর ভিডিও রিভিউ চাইলে দেখে নিতে পারেন।

কিছু মানুষ আছে যারা এখনো জানেনা যে, asus ও ভাল কোয়ালিটির কম দামের ফোন তৈরি করে। জেনফোন ৩ কোম্পানি সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।এমন কি তারা বেঞ্চমার্কিং ওয়েবসাইট anttu এর গ্লোবাল রেংকিং এ ১৫নাম্বার পজিশনে আছে। যেখানে স্যামসাং গ্যালাক্সি এস ৮ মাত্র ১০তম পজিশনে।

আসুন দেখি এই ফোনের স্পেসিফিকেশনে কি কি আছেঃ

  • Full HD IPS+ display
  • A 16 MP main camera
  • 2650mAh/3000mAh battery
  • A Snapdragon 625 Octa-Core processor
  • 3 GB of RAM

এই ফোনের সবচেয়ে আকর্ষনীয় দিকটি হচ্ছে এর ক্যামেরা। তারা শুধু হার্ডওয়্যারের উপরই গুরুত্ব দেয় না, তারা সফটওয়্যারের উপরও গুরুত্ব দিয়ে থাকে। তারা তাদের ছবির মান ভাল করার জন্য পিক্সেল মাস্টার নামে একটা সফটওয়্যার বিল্ট ইন করে দিয়েছে। ৩২সেকেন্ডের এক্সপোজার ছাড়াও এটি এর থেকেও বড় এক্সপোজার ইমেইজ ক্যাপচার করতে পারে।

চাইলে এমাজন থেকে এটি ২৫৯ডলার কিনতে পারেন। লিংক 

Nokia 6

বেশি কিছু বলার আগে বলবো এই ভিডিও রিভিউ টা দেখে নিন।

অধিকাংশ ফোনই ২০১৬তে রিলিজ হয়েছে। কিন্তু নোকিয়া ৬ ফোনটি এই বছর রিলিজ হয়েছে। অধিকাংশ মানুষই এটা ধারনা করেন যে, নোকিয়া ব্র্যান্ড তাদের মাইক্রোসফট ফোন এর জন্য দেওলিয়া হয়ে গেছে। শুধু তাদের বাটন ফোনই জনপ্রিয় ছিল। ধারণা একবারে ভুল না।

যাইহোক, নোকিয়া তাই মানুষের চাওয়া অনুযায়ী বাজারে এন্ড্রয়েড ফোন লঞ্চ করেছে। জেনফোন ৩ এর মত নোকিয়া ৬ এর সাথেও গড়িলা গ্লাস লাগানো। কিন্তু এর রয়েছে একটু বেশি র‍্যাম যা মানুষকে বেশি আকৃষ্ট করেছে।

আসুন দেখি এর ভিতর কি আছে,

  • 5.5′ Full HD display
  • 16 MP main camera
  • A 3000mAh battery
  • A Snapdragon 430 processor
  • 4 GB of RAM

আপনি চাইলে এমাজন থেকে এটি ১৭৯.৯৯ডলারে সংগ্রহ করতে পারেন।

লিংক

Moto G5 Plus

মোটোরোলা কোম্পানি বেশ কিছু দিন ধরে LG, htc, Samsung, Sony, Nokia অন্যান্য ব্রান্ডের গুলোর সাথে ফাইট দিয়ে আসছে। তাই সবসময়ই মোটোরলা নিয়ে আসছে আপনাদের জন্য নতুন সব মডেল এর মোবাইল, যা কিনা আপনার expected দামের মধ্যে। মডেল গুলো হল Moto G5 Plus. এতে আছে:

  • 5.2" Full HD Display,
  • 12 MP main camera,
  • 3000 mhA Battery,
  • Snapdragon 625 Octa-core processor,
  • 2 or 4 GB RAM and other features.
  • যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৯.৯৯ ডলার।

যাইহোক, আজকের মত এই পর্যন্তই। যদি আমার এই টিউন আপনার কোনো উপকারে আসে তাহলেই আমার লেখার স্বার্থকতা।দেখা হবে পর্ববর্তী টিউনে। ততক্ষন পর্যন্ত বিদায়। ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন।

আল্লাহ হাফিজ।

ফেসবুকে আমি 

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস