আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন। প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।আমি কয়েকদিন আগে জিপি ফ্রি নেটের একটি ভিডিও টিউটোরিয়াল সহ টিউন করেছিলাম।সেখানে যেভাবে ফ্রি নেট ব্যবহার করার পদ্ধতি বলা হয়েছে সেভাবে অনেকের কানেক্ট হয়েছে আবার অনেকের কানেক্ট হয় নাই। যাদের সিমে easynet আর redirection চালু হয় কিন্তু ফ্রি নেট কানেক্ট হয় না। তাদের জন্য এই ট্রিক। কানেক্ট না হওয়ার কারণ হলো, তাদের মোবাইলের ip address problem. এই ip address কিভাবে সমাধান করা যায় সেই পদ্ধতি আপনাদের আজকে শিখাবো। এটা আসলে লিখে বুঝানো খুব কঠিন। প্রথমেই আপনাকে আপনার মোবাইলের setting>mobile network> network operate তারপর যে কাজ করতে হবে সেটা বুঝার জন্য এই ভিডিও না দেখে কোন উপায় নাই। অনেকেই বলে শুধু ভিডিও দেন কেন? স্ক্রিন শট দেন। এটা স্ক্রিন শট দিলেও কিছুই বুঝা যাবে না তাই স্ক্রিন শট দিলাম না। এভাবে চেষ্টা করলে ১০০০০% কাজ করবেবে। কোন সন্দেহ নাই।
আসা কররি সবার কাজে আসবে। আল্লাহ হাফেজ
আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।