আস সালামু আলাইকুম,
আমার সুপ্রিয় টেক লাভার জনতা। আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে এবং এই ওয়েবসাইটের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ আপনারা আছেন বলেই আমরা লিখি। নাহলে তো আমাকে খুঁজেই পেতেন না। তাই প্রতিটি টিউনের মত আমি চাই আপনাদেরকে কিছু না কিছু নতুন কিছু জানাতে, আপনাদেরকে কোনো না কোনো দিক থেক একটু হেল্প করতে। যাই হোক আজও আপনাদেরকে একটু হেল্প করার জন্য চলে এলাম আজকের টিউন নিয়ে।
আজকের টিউনের বিষয়, আপনি কি প্রেম করতে চান? তাহলে জেনে নিন কেমন মেয়ে চয়েজ করবেন। 😝😝😝sorry। ইদানিং মাথায় কি যেন হয়েছে, শুধু উলটা পালটা বলে ফেলি। আজকের টপিক্স তো টাইটেলেই বলা আছে তাই এখানে বলে আর কি লাভ?? উপরে যান টাইটেল টা আবার পড়ে আসুন। 😇😇😇😇😇😇শুধু মজা করলাম রাগ করবেন না প্লিজ।
আসলে অনেকেই সামর্থ্যের কারণে,সাময়িক টাকার সমস্যা ,আবার অনেকেই স্বাভাবিক ব্যবহারের জন্যও কম দামের এন্ড্রয়েড ফোন কিনতে চান। কিন্তু কোন ফোনটা কিনবেন তা নিয়ে পড়ে যান টেনশনে। অথবা মোবাইলের দোকান বা শো রুমে গেলেন তারা যেটা ধরিয়ে দেয় সেটা কিনে নিয়ে চলে আসেন। বুঝার চেষ্টা করেন না যে, আসলে আপনার লাভ হলো না ক্ষতি হল।
আমাদের দেশে অধিকাংশ জনসাধারণের প্রথম চয়েজ ওয়াল্টন বা সিম্ফনি এন্ড্রয়েড ফোন। ভাল খারাপের কথা অন্য সময় বলা যাবে। আজ আপনাদেরকে এই দুই কোম্পানির ফোনের কম দামের এন্ড্রয়েড ফোনগুলো সম্পর্কে বলবো আর কোন ফোনটা কিনলে আপনার জন্য ভাল হতে পারে তার একটা সাজেশন দিবো। তাই কোথাও যাবেন না। আমার সাথেই থাকুন।
সাথে থাকলে কিন্তু চা এর দাম আমি দিতে পারবো না। চা টা আপনি খাওয়াবেন। কারণ আপনি নতুন ফোন কিনতে যাচ্ছেন। চাই সেটা কম দামী বা বেশি হোক। চলুন আর কথা বাড়াবো না একেবারে কাজের কথায় চলে যাই...
আপনি কি ভাবছেন? এই দামের ভিতর এন্ড্রয়েড ফোন পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। তো চলুন জেনে নিই।
Symphony E82- ৩১৯০ টাকা
সাজেস্টঃ আমি সাজেস্ট করবো আপনি ওয়াল্টন প্রিমো d8 কিনুন কারণ উপরে দেখুন ক্যামেরার পার্থক্য দেখুন। আর যদি চান রম বেশি ক্যামেরা একটু খারাপ হলেও চলবে তাহলে সিম্ফনি নিতে পারেন।
সাজেস্টঃ আমি সাজেস্ট করবো ওয়াল্টন কিনতে কারণ ঐটার ভার্শন ৬.0 আর সিম্ফনি ৫.১। যদি লেটেস্ট থাকতে চান তাহলে ওয়াল্টন আর যদি স্পিড ভাল চান তাহলে সিম্ফনি নিতে পারেন।
আপনার বাজেট যদি হয় ৪ থেকে ৫ হাজার টাকা
সাজেস্টঃ আমি সাজেস্ট করবো সিম্ফনি কেনার জন্য। কারণ একই সাথে ভাল প্রসেসর এবং ভাল মানের ক্যামেরা পাওয়া যাচ্ছে। তবে কেউ যদি ভার্শন অনুযায়ী চয়েজ করেন তবে ওয়াল্টনের এই ফোনটা চয়েজ করতে পারেন। তবে আমি বলবো সিম্ফনি।
সাজেস্টঃ এখানে অবশ্যই সাজেস্ট করবো আপনি সিম্ফনি কিনেন। কারণ সবকিছুই এখানে ভাল পাবেন।
Primo GF5- 5,190.00টাকা
Primo NH2 Lite- 5,990.00 টাকা
- Android 6.0 Marshmallow
- 1.3GHz Quad-Core Processor
- RAM: 1 GB; ROM: 8 GB
- 5.5-inch HD IPS
- 2nd Generation Corning Gorilla Glass
- BSI 8MP Auto Focus rear camera with LED Flash
সাজেস্টঃ আমি সাজেস্ট করবো ওয়াল্টন। কারণ ক্যামেরা এবং ডিস্প্লে এর জন্য। আপনি যদি ভার্শন এর কথা ভাবেন তাহলে সিম্ফোনি নিতে পারেন।
Primo NH3 Lite-6,490.00 টাকা
- Android 7.0 Nougat
- 1.3GHz Quad-Core Processor
- RAM: 1 GB; ROM: 8 GB
- 5.5-inch HD IPS
- 2.5D Curved Glass screen
- BSI 8MP Auto Focus rear camera with LED Flash
সাজেস্টঃ আমি সাজেস্ট করবো ওয়াল্টন। কারণ ভার্শন,ডিসপ্লে, ক্যামেরা।
- Android 6.0 Marshmallow
- 1.3 GHz Quad Core Processor
- RAM: 1 GB; ROM: 8 GB
- 6 inch HD
- Corning Gorilla Glass
- BSI 8 mega pixel Auto Focus rear camera with LED Flash
সাজেস্টঃ যারা বড় স্ক্রিন পছন্দ করেন তারা ওয়াল্টন। আর যাদের সামনের ক্যামেরা ভাল দরকার তারা সিম্ফনি।
- Android 6.0 Marshmallow
- 1.3GHz Quad-Core Processor
- RAM: 2 GB; ROM: 16 GB
- 5.5-inch HD IPS
- 2nd Generation Corning Gorilla Glass
- BSI 13 mega pixel Auto Focus rear camera with LED Flash
সাজেস্টঃ আমি সাজেস্ট করবো সিম্ফনি। কারণ এতে ফিংগার প্রিন্ট সিস্টেম আছে। আর যদি ক্যামেরা ও র্যামের কথা চিন্তা করেন তাহলে ওয়াল্টন কিনতে পারেন।
যদি আপনার মনে হয় এই টিউনটি ফেসবুকে শেয়ার করলে কারও না কারও উপকার হবে। তাহলে এই টিউনটি শেয়ার করার অনুরোধ রইলো। পরিশেষে, ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তি সাথেই থাকুন।
আল্লাহ হাফিজ।
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
আপনার টিউনটির জন্য ধন্যবাদ 🙂