জিপি ফ্রি নেট। ডাউনলোড স্পিড 20mbps with proof

আলাইকুম। সবাই ভালো আছেন। প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।আমি কয়েকদিন আগে জিপি ফ্রি নেটের একটি ভিডিও টিউটোরিয়াল সহ টিউন করেছিলাম।সেখানে যে apps দিয়ে ফ্রি নেট কানেক্ট করতে হয় সেই apps টির নাম http injector. অনেকেই অভিযোগ করেছেন যে, এই apps দিয়ে ডাউনলোড দিলে কোন স্পিড পায়না। কিন্তু আমি চার মাস যাবত এই ফ্রি নেট ব্যবহার করেছি।

এবং এখন পর্যন্ত ফ্রি নেট ব্যবহার করছি। এই ফ্রি নেট ব্যবহার করতে হলে আপনাকে যে কোন vpn ব্যবহার করতেই হবে। আমি যে vpn গুলো ব্যবহার করেছি তার একটা লিস্ট দিলাম। webtunnel,stark vpn,annony tune,http injector and e-vpro. এই ৫টা vpn ভিতর সবচেয়ে ভালো vpn হলো http injector and e-vpeo vpn. ডাউনলোডের জন্য সবচেয়ে ভালো vpn হলো http injector আর ব্রাউজের জন্য সবচেয়ে ভালো হলো e-vpro vpn. কিন্তু e-vpro দিয়েও ভালো ডাউনলোড হয় কিন্তু http injector এর মত না।

জিপি ফ্রি নেটের যে সমস্ত vpn আছে সেগুলো দিয়ে যদি youtube থেকে ডাউনলোড দেই তাহলে স্পিড হলো 2/3 mb কিন্তু http injector দিয়ে ডাউনলোড দিলে স্পিড পায় 11/12 mbps যে কোন সময়। আর আমি আজকে সকালে একটা 900mb এর ফাইল ডাউনলোড দিয়েছি সেটার স্পিড ছিল আশ্চর্য ধরনের। 20mbps এর বেশি স্পিড। কিভাবে http injetotr connected করতে হয় আর কত স্পিড পায় তার প্রমানসহ একটি ভিডিও তৈরি করেছি। দেখলেই বুঝবেন http injector কি জিনিস।

Level New

আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস