পিডিএফ ফাইল ইডিটের জন্য সেরা এন্ড্রয়েড অ্যাপ

PDF বা Portable Document File আধুনিক পড়াশোনা এবং আনুষাঙ্গিক অফিসিয়াল কাজে ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। সাধারণত কোন লেখা বা ছবির(কিছু ক্ষেত্রে ভিডিও) সফট কপি আমাদের প্রয়োজন হয়। আবার কখনো কোন একটি সম্পূর্ণ বইয়ের সফট কপি প্রয়োজন হয়। আবার সেই সফট কপি সহজ বহনযোগ্য হওয়াটাও কম প্রয়োজনীয় নয়। PDF ফাইল আমাদের সেই কাজটি করার সহায়ক। PDF ফাইলে রূপান্তরিত যে কোন লেখা, ছবি বা ভিডিওর সফট কপি সহজেবহনযোগ্য।

এন্ড্রয়েড, Windows বা Mac. সকল ক্ষেত্রেই পিডিএফ ফাইল ব্যবহার করা যায়। PDF ফাইলগুলো বেশিরভাগ সময়ই শুধুমাত্র পড়ার কাজে ব্যবহার করা হয়। কিন্তু অনেক কারণেই PDF ফাইলটি আমাদের প্রয়োজনাণুযায়ী পরিবর্তন বা পরিবর্ধন করার প্রয়োজন পড়ে। Windows বা Mac. এর জন্য অনেক ভাল ভাল PDF এডিটর আছে। এন্ড্রয়েডের জন্যও পিডিএফ রিডার এবং এডিটর আছে।

এখানে একটি কথা না বললেই নয় সাধারণ পিডিএফ রিডার আর এডিটরের মাঝে কিন্তু পার্থক্য কিন্তু অনেক। সাধারণ পিডিএফ রিডারের সাহায্যে শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে থাকা কোন ফাইল পড়া যায় বা দেখা যায় কিন্তু এডিটরের সাহায্যে সেই ফাইলে কোন কিছু চিহ্নিত করা, কোথাও টিউমেন্ট করা, কোন লেখা পরিবর্তন করা, কিছু পরিবর্ধন করা সহ আরো অনেক কিছুই করা সম্ভব। হাজার হাজার এন্ড্রয়েড PDF এডিটরের মধ্যে থেকে আমরা খুঁজে বের করব সেরা এন্ড্রয়েড পিডিএফ এডিটরকে।

কিন্তু তার আগে চলুন প্রথম সারির কিছু এন্ড্রয়েড পিডিএফ এডিটরের সাথে পরিচিত হয়ে নেই।

Adobe Reader(Free)

বিখ্যাত Adobe কোম্প্যানিকে কে না চিনে??? গ্রাফিক্যাল সফটওয়্যারের জন্য Adobe বিশ্ববিখ্যাত। কম্পিউটারের জন্য তাদের PDF রিডারও বিখ্যাত। এন্ড্রয়েডের জন্যও Adobe এর আছে PDF রিডার। নামে পিডিএফ রিডার হলেও এটি একটি ভালো পিডিএফ এডিটরও। এবপ্নগ এটা সম্পূর্ণ ফ্রী। কোন পেইড প্রো ভার্সন নেই। ফ্রী ভার্সনই প্রো ভার্সন। এই অ্যাপটি যদিও ম্যাটেরিয়াল ডিজাইন নয় তারপরও ইন্টারফেস খুবই সিম্পল এবং কাজ করার জন্য এনাফ।

অ্যাপের স্পিড খুবই ভাল। যে কোন টেস্ট ডকুমেন্ট দ্রুততার সাথে ওপেন করে। এডিট করার জন্য অনেক গুলো টুলস আছে। ব্যবহার করা খুবই সহজ। সিম্পল, ফ্রি, ফ্ললেস এডিটিং এর জন্য Adobe Reader বেস্ট। Adobe Reader সম্পূর্ণ ফ্রী একটি অ্যাপ একং সকল প্রকার এড মুক্ত।

ডাউনলোড করুন Adobe Reader

ezPDF Reader (Free / $3.99)

ফিচারের আধিক্যতার জন্য ezPdf Reader হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। ইন্টারফেস অসাধারণ, দেখে মনে হবে আপনার বুকশেলফ। ইন্টারফেসের মতই এর কার্যকারীতাও অসাধারণ। কোন পিডিএফ ফাইলে যে কোন ধরণের টিকা, লেখা, ছবি বা আকৃতি ইচ্ছামত এড করা সম্ভব। এমনকি ইচ্ছা করলে ব্রাশ টুল নিয়ে আকাবুকিও করতে পারেন।

এপটিতে কোন নির্দিষ্ট সেভ বাটন নেই, প্রত্যেকটি চেঞ্জের পড়ে অ্যাপ নিজেই অটো সেভ  করে ফেলে। এছাড়াও এই অ্যাপ এ আছে ভয়েস রিডিং(আপ্প নিজেই লেখা পড়ে শোনাবে), Text Reflow এবং অটোমেটিক পেজ ফ্লিপিং অপশন। বলতে গেলে এমন কোন ফিচার বাদ নেই যা আপনার প্রয়োজন হবে।

ezPDF Reader এর দুটো ভার্সন রয়েছে ফ্রী এবং পেইড। দুর্ভাগ্যবশত ফ্রী ভার্সনটি মাত্র ১৫ দিন ব্যবহার করা সম্ভব। কিন্তু অ্যাপ এর কোয়ালিটি চিন্তা করে এটা কিনে ফেলা খুব খারাপ কিছু হবে না। ফ্রী ভার্সনে এড থাকলেও পেইড ভার্সনে কোন এড নেই।

ডাউনলোড করুন ezPDF Reader

PDF Max(Free / $7.99)

লুক এবং ইন্টারফেসের কথা বললে PDF Max এবং Adobe Reader এই দুটো সবার উপরে থাকবে। আল্ট্রা মর্ডান লুকের কারণে এই অ্যাপটি খুবই জনপ্রিয়। অসাধারণ লুকের কারণে কোন কিছু পড়ার সময় বা কোন টিকা দেখার সময় অ্যাপটি অসাধারণ।

এডিট বারে অসংখ্য রকম অপশন রয়েছে। কালার চেঞ্জ করা, অপাসিটি চেঞ্জ করা, টেক্সটের অপাসিটি চেঞ্জ করা, আনডু, রিডু সহ এডিট করার সবচেয়ে সহজ অপশন এবং ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় আছে এই অ্যাপ এ।

প্রয়োজনীয় সকল ফিচার যেমন টিউমেন্ট করা, সাইন করা, কোন কিছু আঁকা, ফর্ম ফিলাপ করা এতে আছে। এছাড়াও text reflow view, text to speech reading এমনকি cloud storage এর মত সুবিধাও এতে আছে। ফ্রি ভার্সন এবং প্রো ভার্সনের ফিচারে তেমন পার্থক্য নেই তবে ফ্রি ভার্সনে প্রচুর এড রয়েছে এবং প্রো ভার্সন সম্পূর্ণ এড ফ্রী।

ডাউনলোড করুন PDF Max

সেরা কোনটা?

পার্ফমেন্স, এডিটিং ফিচার, ইন্টারফেস এবং স্পীডসহ অন্যান্য বিচারে সেরা এন্ড্রয়েড পিডিএফ এডিটর হল PDF Max।
PDF Max প্রো ভার্সন কিনতে না পারলে Adobe Reader একটা ভাল বিকল্প। আর যদি এমন কোন ফিচার প্রয়োজন হয় যেতা Adobe Reader এবং PDF Max এ নেই তাহলে ezPDF Reader ব্যবহার করে দেখতে পারেন।

আপনার প্রিয় PDF এডিটর কোনটা?

এতক্ষণ তো তুলনামূলক অনেক প্যাঁচাল পাড়লাম। সেরা একটা এন্ড্রয়েড পিডিএফ এডিটর নির্বাচিত করলাম। কিন্তু আপনি হয়ত এগুলোর কোনটিই ব্যবহার করেন না। আপনি যেটা ব্যবহার করেন সেটাই হয়ত সেরা পিডিএফ এডিটর। তো আপনার কাছে সেরা পিডিএফ এডিটরের কথা জানাতে ভুলবেন না।

ধন্যবাদ...

Level 2

আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস