আসসালামুআলাইকুম,
প্রিয় টেকবাসি কেমন আছেন সবাই?? আমি ভালই আছি আপনাদের দোয়ায় জ্বর কমে গিয়েছে 🙂 গত টিউনে বলছিলাম জ্বরের কথা। তাই আজ আবার আপনাদের জন্য লিখতে বসলাম। তো চলেন শুরু করি কথা না বাড়িয়ে।
মোবাইলের পিছনে প্রতিদিন কত টাকা খরচ করেন বলেন তো সত্যি করে ? কেউ দিনে ৩০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকাও খরচ করে ফেলে। আজ আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল খরচ কমাবেন + কিভাবে যে কোনো দেশে অনলিমিটেড ফ্রি কল করবেন ভুত হয়ে তার মানে আপনার নাম্বার গোপন রেখে। কলারের কাছে নো নাম্বার উঠবে অথবা ০০০০০০০০০০০ অথবা ৮৮৮৮৮৮৮৮৮৮ নাম্বার থেকে কল করতে পারবেন। আপনি যে কোন মোবাইল অপারেটরে কল করতে পারবেন।
১। আপনার প্রিয় শখের স্মার্টফোন 😀 (বিদ্রঃ শখের না হলেও কাজ করবে :-P)
২।নেট কানেশন (অনেকে ব্রাডব্যান্ড ইউস করেন সো সমস্যা হবে নাহ আর যাদের ব্রাডব্যান্ড নেই তারাও পারবেন সমস্যা নেয়)
যেভাবে কাজটি করতে হবেঃ 🙄
নিচের ভিডিও খানি দেখুন আপনি ওস্তাদ হয়ে যাবেন 😯
তোহ ভাল থাকবেন সবাই আর আমার জন্য দুয়া করবেন আর প্লীজ কোন সমস্যা হলে টিউনমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
kn vai videos dilen valo ,age details post korten