আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন। প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।আমি কয়েকদিন আগে জিপি ফ্রি নেটের একটি ভিডিও টিউটোরিয়াল সহ টিউন করেছিলাম।সেখানে যে apps দিয়ে ফ্রি নেট কানেক্ট করতে হয় সেই apps টির নাম http injector. এটা অনেকের মোবাইলে কানেক্ট হয়েছে আবার অনেকের কানেক্ট হয় নাই। যাদের হয়েছে তারা কয়েকজন বললছে যে, এএটার স্পিড নাকি কমে গেছে। যাদের হয় নাই তারা এই vpn ব্যবহার করে দেখুন। এটা সম্পূর্ণ একটা নতুন vpn আরআর এটার system টাও অন্য vpn এর মত না। এটার নাম e-vpro vpn.এটা যেভাবে কানেক্ট করতে হবে সেটা আমার ভিডিওতে সুন্দর করে বলা আছে। এভাবে লিখে বুঝালে কিছুই বুঝবেন না। full video দেখবেন। তাহলেই connected হবে। এটার স্পিড দেখে মাথা নষ্ট হয়ে যাবে। আর যাদের কানেক্ট হয়েছে তারাও ব্যবহার করে দেখতে পারেন। খুব ভালো speed
আর যারা এখনো জিপি ফ্রি নেট কানেক্ট করতে পারেন নাই তারা এখনি আমার আগের ভিডিওটি খুব ভালো করে পুরা ভিডিওটি দেখুন। কানেক্ট হবেই হবে। না হয়ে যাবে কোথায়।আমি এই মাসে ৩৫ জিবি নেট ব্যবহার করেছি ফ্রি। আমি ৫ মাস যাবত কোন নেট কিনি নাই।সম্পূর্ণ ফ্রি ব্যবহার করে যাচ্ছি। আর এই apps টির স্পিড অসাধারণ। ব্যবহার করললেই বুঝতে পারবেন। এটা যে কোন browser দিয়ে ব্যবহার করতে পারবেন।আনলিমিটেড ডাউনলোড দিতে পারবেন। ৪/৫ mb স্পিডে বড় ফাইল ডাউনলোড হবে।
আমি আহমাদ মোস্তাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।