নিজেই তৈরি করুন ফেসবুক ফ্রেম

বন্ধুর সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন। টেকটিউনস এর সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা অাজকে অনেক দিন পর অামি অাররো একটি নতুন টিউন লিখছি। নানা সমস্যায় ব্যাস্ত থাকায় এতদিন কোন টিউন করতে পারিনি। এখন থেকে অাবারো রেগুলার টিউন করতে পারো বলে অাশাবাদি।

অামার আজকের অালোচনার বিষয় কিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ফেসবুকের জন্য কাস্টম প্রোফাইল ফ্রেম তৈরি করতে পারবেন। সাধারনত ভালো মানের ফ্রেম না হলে ফেসবুক ফ্রেম অ্যাপ্রুব করবে না। যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তারা হয়তো ভাবেন কম্পিউটার ছাড়া প্রোফাইল ফ্রেম তৈরি করা যায় না। অাসলে চেষ্টা করলে সম্ভব এই মোবাইল দিয়েই ফ্রেম তৈরি করে অ্যাপ্রুব করানো যাবে। তার জন্য অাপনার গ্রাফিক্মের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এবার কাজের কথায় অাসি। ফ্রেম তৈরির জন্য অাপনার ভালো অ্যাপসের প্রয়োজন হবে যেখানে ভালো টেক্সট এডিট করা যায়। ফ্রেম তৈরির জন্য অ্যান্ড্রয়েডে পিক্সেল ল্যাব সবচেয়ে ভালো হয়।

ফ্রেম তৈরির শর্তগুলো:

১. ফ্রেমটি PNG ফরমেটের হতে হবে
২. ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হতে হবে (খালি ব্যাকগ্রাউন্ড)
৩. ছবিটি ২৪০০ X ২৪০০ সাইজের হতে হবে
৪. কোন কোম্পানির লোগো ব্যবহার করলে অ্যাপ্রুব হবে না
৫. ইউনিক হলে ভালো হয়

যেভাবে ফ্রেম তৈরি করবেন:

১. পিক্সেল ল্যাব অপেন করুন
২. ডানদিকের মেনু থেকে ইমেজ সাইজ ২৪০০ x ২৪০০ দিন
৩. নিচে মধ্যবর্তী কিউব এর মতো আইকনে ক্লিক করুন
৪. দুই-একটা সেপ নিয়ে লয়ার থার্ড এর মতো বানান
৫. একটা সেপ এ আপনার টেক্সট রিলেটেড আইকন দিন (যেমন ক্রিকেট অথবা মাশরাফিকে নিয়ে ফ্রেম তৈরি করতে হলে বাংলাদেশের ফ্ল্যাগ বা মাশরাফির ছবি দিন)
৬. তারপর অাপনার টেক্সট লিখুন (যেমন :SUPPORT TIGER) এভাবে আপনার ফ্রেম ইচ্ছেমতো কাস্টমাইজ করুন।
৭. কাজ শেষ হলে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ট্রান্সপারেন্ট করে নিন, যাতে মধ্যবর্তী অংশ খালি হয়ে যায়
৮. সবশেষে PNG ফরমেটে সেব করে নিবেন।

বিদ্র: আপনি মধ্যবর্তী স্থান খালি রেখে চারদিক ব্যবহার করতে পারবেন।

→ সবকিছু না বুঝলে নিচের ভিডিওটি দেখতে পারেন

→↓ টিউন ভালো লাগলে থাম্বস আপ দিবেন
→↓ সমস্যা হলে টিউমেন্ট করবেন
→↓ বন্ধুদের সাথে শেয়ার করবেন

নোটিশ: কিভাবে এই ফ্রেম আপনি ফেসবুকে অ্যাপ্রুব করানোর জন্য পাঠাবেন তা নিয়ে ২য় পর্ব লিখবো। অান্তরিকভাবে দুঃখিত বন্ধুরা একসাথে এতো বড় টিউন মোবাইল দিয়ে লেখা কষ্টকর তাই সম্পূর্ণ করতে পারলাম না।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস