বন্ধুর সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন। টেকটিউনস এর সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা অাজকে অনেক দিন পর অামি অাররো একটি নতুন টিউন লিখছি। নানা সমস্যায় ব্যাস্ত থাকায় এতদিন কোন টিউন করতে পারিনি। এখন থেকে অাবারো রেগুলার টিউন করতে পারো বলে অাশাবাদি। অামার আজকের অালোচনার বিষয় কিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে একটি গান কভার করতে পারবেন নিজের গলায়। অাপনার কোন বাজনা কিংবা লিরিক্সের প্রয়োজন হবে না, শুধুমাত্র অ্যাপসটি ডাউনলোড করে নিলেই চলবে।
১. গান গাইতে হলে অাপনাকে প্রথমেই লিরিক্স এবং বাজনা সংগ্রহ করতে হয় কিন্তু এখানে অাপনি দুটোই পাবেন
২. অাপনি বাংলা, হিন্দি কিংবা ইংরেজি সকল গানই এখানে পাবেন
৩. অাপনার গান অ্যাপসের মধ্যেই পাবলিক এর কাছে শেয়ার করে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন
৪. ফ্রি তে এত ভালো গান গাওয়ার অ্যাপ আর পাবেন বলে মনে হয় না
৫. গানে স্টুডিওর মতো ইফেক্ট দিতে পারবেন।
৬. গানের সাথে সেলফি ভিডিও করতে পারবেন।
১. অ্যাপসটি ডাউনলোড করুন লিংক নিচে দেওয়া অাছে
২.অ্যাপস অপেন করার পর গুগল কিংবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন
৩. অাপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করুন (বাংলা, বলিউড, হলিউড)
৪. আপনার পছন্তের গান সার্চ করুন।
৫. গান চয়েস করুন
৬. অাপনি সিঙ্গেল কিংবা ডুয়েট কিংবা গ্রুপ তিনভাবে গানটি রেকর্ড করতে পারবেন। সিঙ্গেল ডুয়েট অথবা গ্রুপ সিলেক্ট করুন
৭. সেলফি আসলে ভিডিও করতে চাইলে অন করতে পারেন
৮. লিরিক্স লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৯. এখন ৩,২,১ আসার পর গানটির বাজনা আসবে।
১০. যখন লিরিক্স অাসবে এবং লিরিক্সের কালার পরিবর্তন হবে তখনই আপনি লিরিক্স দেখে গান গাইবেন।
১১. গান গাওয়া শেষ হলে পাওস করে সেব কিংবা শেয়ার করতে পারবেন।
অারো সহজে বুঝতে নিচে দেখুন
→↓ টিউন ভালো লাগলে থাম্বস আপ দিবেন
→↓ সমস্যা হলে টিউমেন্ট করবেন
→↓ বন্ধুদের সাথে শেয়ার করবেন
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।
আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভালো হয়েছে টিউন টা ✌️✌️